জমজমাট 'রোকা', গাঢ় নীল পাঞ্জাবিতে অনন্ত আম্বানি, রাধিকা সেজেছেন গোলাপিতে, দেখুন
- Published by:Rukmini Mazumder
Last Updated:
ঐতিহ্য মেনে গুজরাতি রীতিতে অনন্ত-রাধিকার বাগদান সম্পন্ন হয়
#নয়াদিল্লি: বৃহস্পতিবার রোকা সম্পন্ন হল মুকেশ এবং নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি ও এনকোর হেলথকেয়ারের সিইও বীরেন মার্চেন্ট এবং শাইলা মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের। আম্বানি পরিবারের তরফে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাজস্থানের নাথদ্বারায় শ্রীনাথজির মন্দিরে। ঐতিহ্য মেনে গুজরাতি রীতিতে অনন্ত-রাধিকার বাগদান সম্পন্ন হয়। সংবাদ সংস্থা এএনআই ট্যুইট করে অনুষ্ঠানের দুটি ছবি সোশ্যাল মাধ্যমে শেয়ার করেছেন।
Rajasthan | Anant Ambani visited Shrinathji Temple in Nathdwara, Rajasmand district. pic.twitter.com/ZWKGYn1ON0
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) December 29, 2022
advertisement
'রোকা' অনুষ্ঠানের ছবিতে অনন্তকে দেখা যাচ্ছে গাঢ় নীল পাঞ্জাবিতে, রাধিকা পরেছেন গোলাপি পোশাক। অনন্ত আম্বানির ছোটবেলার বন্ধু রাধিকা। দুজনের দীর্ঘদিনের বন্ধুত্ব।
অনন্ত রিল্যায়েন্সের জ্বালানি শক্তি ব্যবসার মাথায় রয়েছেন। তাঁর পড়াশোনা আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে। অন্য দিকে, শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা একজন পেশাদার নৃত্যশিল্পী। মুম্বইয়ের ক্যাথেড্রাল অ্যান্ড জন কোনোন স্কুল এবং ইকোল মনডিয়েল ওয়ার্ল্ড স্কুলে পড়াশোনা শেষ করে রাজনীতি ও অর্থনীতির বিষয়ে পড়াশোনা করতে নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে গিয়েছিলেন রাধিকা। সেখানে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করে ভারতে ফিরে একটি রিয়্যাল এস্টেট ফার্মে কাজ করতে শুরু করেছেন রাধিকা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 29, 2022 6:59 PM IST