সোনালি বাঘ! ব্ল্যাক প্যান্থারের পর ভাইরাল আরও এক অপূর্ব সুন্দর প্রাণী
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
এই গোল্ডেন টাইগারকে স্ট্রবেরি টাইগার নামেও ডাকা হয়। আদর করে বলা হয় ট্যাবি টাইগার।
#নয়াদিল্লি: কয়েক দিন আগেই ভাইরাল হয়েছিল একটি ব্ল্যাক প্যান্থারের ছবি। অনেকেই সেই ব্ল্যান প্যান্থারটিকে তুলনা করছিলেন মোঙ্গলির জীবনের বিখ্যাত চরিত্র বাগিরার সঙ্গে। এরপর ভাইরাল হল নতুন আরও একটি ছবি। এবারেরটি বাঘের। তবে। এ যে সে বাঘ নয়। কাজিরাঙা অভয়ারণ্যের সোনালি বাঘ!
Golden Tiger In 2014, a wild female was photographed in the Kaziranga National Park in India 🇮🇳 This female of reproductive age has been photographed and monitored up through 2019.#Katyayan pic.twitter.com/75tmBkCVtk
— Alessandra (@MSpadine) June 2, 2020
advertisement
আইএফএস অফিসার প্রবীন কাসওয়ান শেয়ার করেছেন এই সোনালী বাঘের ছবি। তিনি লিখেছেন, ‘আপনারা জানেন, আমাদের দেশে একটি সোনালী বাঘও আছে? দেখুন এখমাত্র ছবি, দেখুন তাঁর অপরূপ সৌন্দর্য!’ তিনি জানিয়েছেন, এই ছবিটি তোলা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ময়ুরেশ হেন্দ্রের।
advertisement
Do you know in #India we have a Golden #Tiger also. Only documentation of such big cat in 21st century on planet. This by Mayuresh Hendre. Look at this beauty. pic.twitter.com/8kiOy5fZQI
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) July 10, 2020
advertisement
এই গোল্ডেন টাইগারকে স্ট্রবেরি টাইগার নামেও ডাকা হয়। আদর করে বলা হয় ট্যাবি টাইগার। কারণ, এর গায়ের অসাধারণ রং। ওই বন দফতরের অফিসার লিখেছেন, এই ধরনের বাঘ সত্যিই বিরল। একাধিক প্রাণীর জিনের মিউটেশনের ফলে এইরকম প্রাণীর জন্ম হয় বলে জানিয়েছেন তিনি। ২০১৯ সালে তোলা এই বাঘের ছবিও শেয়ার করেছেন তিনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 12, 2020 5:26 PM IST