‘শ্রমজীবী মানুষের উপর আঘাত’, ইপিএফে কমল সুদের হার

Last Updated:

গৃহঋণে সুদ না কমলেও ইপিএফে কমল সুদের হার ৷ নোট বাতিলের পরবর্তী পর্যায়ে এবার আরও একবার মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ৷

#নয়াদিল্লি: গৃহঋণে সুদ না কমলেও ইপিএফে কমল সুদের হার ৷ নোট বাতিলের পরবর্তী পর্যায়ে এবার আরও একবার মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ৷ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র ৷
ইপিএফ অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমে হতে চলেছে ৮.৬৫ শতাংশ ৷ এতদিন এতদিন ইপিএফে সুদের হার ছিল ৮.৮ শতাংশ ৷ এর ফলে ক্ষতিগ্রস্থ হতে চলেছেন প্রায় চার কোটি চাকুরিজীবী ৷
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সুদের হার কমানোর পিছনে কেন্দ্রীয় সরকারের যুক্তি- সুদের হার ৮.৮ রাখলে ৩৮৩ কোটি ভারতবাসী ক্ষতির মুখে পড়তেন ৷ তাই ইপিএফ-এ সুদের হারে পরিবর্তনের সিদ্ধান্ত অর্থমন্ত্রকের ৷
advertisement
advertisement
ইপিএফও অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পেশ করা রিপোর্ট অনুযায়ী, চলতি অর্থবর্ষে আয় হয়েছে প্রায় ৩৯,০৮৪ কোটি টাকা ৷ ৮.৮ শতাংশ সুদ দিয়ে ইপিএফও ৩৮৩ কোটি টাকার ঘাটতিতে ভুগছে ৷ সেখানে সুদ কমিয়ে ৮.৭ করা হলে সরকারের ঘরে ৬৯.৩৪ টাকা উদ্বৃত্ত থাকত ৷
বহুদিন ধরেই সুদের হার কমানোর জন্য শ্রমমন্ত্রককে চাপ দিচ্ছিল অর্থমন্ত্রক ৷ শ্রমমন্ত্রক প্রথমে অরাজি হলেও অবশেষে অর্থমন্ত্রকের চাপে ইপিএফে সুদের হার কমাতে সম্মতি দিল ৷ গত সেপ্টেম্বরেই স্বল্প সঞ্চয়ে অক্টোবর-ডিসেম্বর-এ তিনমাসের সুদের হার ০.১ শতাংশ কমায় কেন্দ্র।
advertisement
সুদের হার কমে যাওয়ায় ইপিএফও-এর হিসাব অনুযায়ী চলতি অর্থবর্ষে তাদের আয় দাঁড়াবে ৩৯ হাজার কোটি টাকা ৷
সুদের হার কমে যাওয়ায় ক্ষুব্ধ শ্রমজীবি ও চাকুরিজীবীরা ৷ সুব্রত মুখোপাধ্যায়ের মতে, ইপিএফ-এ সুদের হার কমানোর সিদ্ধান্ত শ্রমজীবী মানুষের উপর আঘাত ৷
EPF-এ সুদ কমানো কেন্দ্রীয় সিদ্ধান্তের কড়া সমালোচনা করলেন সুব্রত মুখোপাধ্যায়, ‘EPF-এর টাকা কেন্দ্র বাজেটের অংশ হিসেবে দেখায় ৷ এটা রীতিমত বেআইনি ৷ শ্রমিক ও কর্মীদের উপর গভীর প্রভাব পড়বে ৷’
বাংলা খবর/ খবর/দেশ/
‘শ্রমজীবী মানুষের উপর আঘাত’, ইপিএফে কমল সুদের হার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement