রাশিয়ার জেএসসি রসনেফটের সঙ্গে ধর্মেন্দ্র প্রধানের বৈঠক

Last Updated:

রাশিয়ার অন্যতম বৃহত্তম তেল সংস্থা জেএসসি রসনেফটের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রাশিয়ায় ভারতীয় তেল সংস্থাগুলির তৈলক্ষেত্র খোঁজার কাজ চালাচ্ছে। সেই বিষয়ে আলোচনা করতেই ভারত সফরে এসেছেন রসনেফট। ভারতীয় সংস্থা ভেঙ্কারনেফট ও রুশ সংস্থা তাস ইয়ুরাকের যৌথ সংস্থায় অংশীদারিত্ব কিনতে বিভিন্ন স্তরে আলোচনা চালাচ্ছে জেএসসি রসনেফট।

#নয়াদিল্লি: রাশিয়ার অন্যতম বৃহত্তম তেল সংস্থা জেএসসি রসনেফটের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন পেট্রোলিয়ামমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রাশিয়ায় ভারতীয় তেল সংস্থাগুলির তৈলক্ষেত্র খোঁজার কাজ চালাচ্ছে। সেই বিষয়ে আলোচনা করতেই ভারত সফরে এসেছেন রসনেফট। ভারতীয় সংস্থা ভেঙ্কারনেফট ও রুশ সংস্থা তাস ইয়ুরাকের যৌথ সংস্থায় অংশীদারিত্ব কিনতে বিভিন্ন স্তরে আলোচনা চালাচ্ছে জেএসসি রসনেফট। রুশ সংস্থা রসনেফট ভারতের তেল সংস্থাগুলির সঙ্গে যৌথ উদ্যোগের পথে হাঁটছে। ভারতীয় তেল সংস্থাগুলির কনসোটিয়ামের সঙ্গে রসনেফটের চুক্তি হয়। এই চুক্তির মাধ্যমে তাস ইয়ুরাকের ২৯,০৯ শতাংশ শেষার অধিগ্রহণের সিদ্ধান্ত হয়েছে। ভারতীয় তেল সংস্থাগুলির কনসোটিয়ামের সঙ্গে রসনেফটের বাণিজ্যিক চুক্তির মাধ্যমে ভেঙ্কারনেফটের ২৩.০৯ শতাংশ শেয়ার অধিগৃহীত হয়েছে। ওনজিসি বিদেশ লিমিটেডের সঙ্গে রসনেফটের মউ স্বাক্ষরের মাধ্যমে ভেঙ্করনেফটের অতিরিক্ত ১১ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে ওএনজিসি বিদেশ। ভেঙ্কর ক্লাস্টার অধিগ্রহণের জন্যই ভারতীয় তেল সংস্থাগুলির কনসোটিয়ামের সঙ্গে রসনেফট মউ সাক্ষর করেছে ।
বাংলা খবর/ খবর/দেশ/
রাশিয়ার জেএসসি রসনেফটের সঙ্গে ধর্মেন্দ্র প্রধানের বৈঠক
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement