#কলকাতা: ৩০ মে থেকে শুরু করে ক্রমাগত কমেই চলেছে পেট্রোলের দাম ৷ ফের আজও দাম কমল পেট্রোলের ৷ কিন্তু ডিজেলের দাম এখনও অপরিবর্তিত ৷ মেট্রো শহরগুলিতে শুক্রবার পেট্রোলের দাম কমেছে ১৩-১৮ পয়সা ৷ দিল্লিতে দাম কমেছে ১৪ পয়সা ৷ আবার মুম্বইতে লিটার পিছু পেট্রোলের দাম কমেছে ১৮ পয়সা ৷ অন্যদিকে, কলকাতা আর চেন্নাইতে প্রতি লিটারে পেট্রোলের দাম কমেছে ১৩ পয়সা ৷ ডিজেলের দাম ৬৭.৬৮ টাকা ৷গত ২৪ দিনে দিল্লিতে পেট্রোলের দাম কমেছে ২.৪১ টাকা, মুম্বইতে ২.০৫ টাকা ৷
আরও পড়ুন: নিজেকে দলের থেকে বড় ভাবলে, দল ছেড়ে দিন : হুঁশিয়ারি মমতার
• আজ কলকাতায় পেট্রোলের দাম ৭৮.০৭ টাকা ৷• দিল্লিতে ৭৬.০২ টাকা ৷
• মুম্বইয়ে লিটার পিছু পেট্রোল ৮৩.৭৪ টাকা ৷• বেঙ্গালুরুতে পেট্রোলের দাম ৭৭.২৫ টাকা ৷নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।