দীপাবলীর আগেই দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের
Last Updated:
দীপাবলির আগে মহার্ঘ পেট্রোল-ডিজেল ৷ ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের ৷ পেট্রোলের দাম বেড়েছে প্রতি লিটারে ১.৩৪ টাকা ৷
#নয়াদিল্লি: দীপাবলির আগে মহার্ঘ পেট্রোল-ডিজেল ৷ ফের দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের ৷ পেট্রোলের দাম বেড়েছে প্রতি লিটারে ১.৩৪ টাকা ৷ ডিজেলের দাম বাড়ল লিটার পিছু ২.৩৭ টাকা ৷ শনিবার মধ্যরাত থেকেই লাগু হতে চলেছে এই নয়া দাম ৷
এর জেরে দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৬৬.৪৫ টাকা প্রতি লিটার ৷ ডিজেলের দাম হয়েছে ৫৫.৩৮ টাকা প্রতি লিটারে ৷
এই নিয়ে এক মাসের মধ্যে তিনবার দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের ৷ এর আগে চলতি মাসের ৫ তারিখই পেট্রোলের দাম প্রতি লিটারে ৮ পয়সা বাড়ে ৷ ডিজেলের দাম বাড়ে লিটারে ১১ পয়সা ৷ তার আগেও ১ তারিখ দাম বেড়েছিল পেট্রোলের ৷ তবে সেবার দাম কমেছিল ডিজেলের ৷ চলতি মাসের পয়লা তারিখ ২৮ পয়সা দাম বেড়েছিল পেট্রোলের ৷ ৭ পয়সা দাম কমেছিল ডিজেলের ৷
advertisement
advertisement
সাধারণত আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপর ভিত্তি করেই বাড়ানো হল পেট্রোল ও ডিজেলের দাম বলে জানিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানিগুলি ৷ আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতিনিয়ত ওঠা-নামা করতে থাকে ৷ আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই ভারতের রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানিগুলি তেলের দাম পুনর্বিবেচনা করে থাকে ৷ মার্কিন ডলারের সঙ্গে টাকার বিনিময় মূল্য বাড়াও পেট্রলের দামবৃদ্ধির কারণ বলে তেল সংস্থাগুলি জানিয়েছে।
advertisement
আগেরবার রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা ইন্ডিয়াল অয়েলের তরফ থেকে জানানো হয়, ডিলারদের কমিশন বৃদ্ধির ফলেই এই দাম বেড়েছে । এখন পর্যন্ত পেট্রোলে প্রতি লিটারে ১.৩৮ ও ডিজেলে প্রতি লিটারে ২.২৮ টাকা কমিশন পেত ডিলাররা ৷
এই মূল্যবৃদ্ধির ফলে প্রতিদিনের প্রয়োজনীয় পণ্যেরও দাম বাড়বে বলে আশঙ্কা করছে ওয়াকিবহল মহল ৷ একইসঙ্গে পরিবহণ খরচও এক লাফে অনেকটাই বাড়তে চলেছে বলে আশঙ্কা জনসাধারণের ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 15, 2016 8:17 PM IST