টানা ১১ দিন, আরও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

Last Updated:

টানা ১০ দিন, আরও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

Representational Image
Representational Image
#নয়াদিল্লি: অব্যাহত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। কর্ণাটকে ভোট শেষ হওয়ার পর থেকেই লাগাতার বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের দাম। বৃহস্পতিবার কলকাতায় পেট্রোলের দাম ছাড়াল ৮০। ডিজেল আগেই ছাড়িয়েছে ৭০ টাকা । এদিন কলকাতায় প্রতি লিটার ডিজেল বিকোচ্ছে ৭১.০৮ টাকায়, পেট্রোল ৭৯.৮৩ টাকায়। যা এযাতকালের সর্বোচ্চ।
এতো গেল কলকাতার কথা রাজধানী সহ ভারতের প্রতিটি শহরে একইরকম মহার্ঘ জ্বালানি তেল । দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৭৭.১৭ টাকায়। মুম্বইয়ে পেট্রোলের দর ৮৫ পয়সার থেকে এক পয়সা কম ।
পেট্রোল-ডিজেলের দফায় দফায় মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম৷ কিন্তু সরকারের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে শুল্ক কমিয়ে দাম কমানোর রাস্তায় এখনই হাঁটছে না কেন্দ্র।
advertisement
advertisement
আরও পড়ুন 
হাল কার্যত ছেড়েই দিল মোদি সরকার। ঘোষণা হল, তেলের দাম কমাতে এক্ষুনি কিছু করা যাচ্ছে না। রাজস্ব কমালে রাজকোষ ঘাটতি লাগামছাড়া হবে। দাম কমানোর অন্য কোনও পথও নেই। তাই তেল নিয়ে দায় ঝেড়ে ফেলার কৌশল মোদি সরকারের।
advertisement
তবে, কতদিন ধৈর্য্য ধরতে হবে? তা খোলসা করেননি মন্ত্রী। মঙ্গলবার খোদ বিজেপি সভাপতির আশ্বাসে কিছুটা হলেও আশা দেখেছিলেন আম-আদমি। বিজেপি শীর্ষনেতৃত্বও চাইছিলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা দ্রুত তেলের দাম নিয়ে সিদ্ধান্ত নিক। অনেক আলোচনার পরও ঘাটতি সামাল দেওয়ার পথ বেরোয়নি। তাই কৌশলে মুখরক্ষা।
কংগ্রেস নেতা পি.চিদাম্বরম জানান, '' এখনই লিটারে ২৫ টাকা দাম কমানো যেতে পারে। দাম কম থাকার সময় লিটারে ১৫ টাকা কমে পেট্রোল কেনে কেন্দ্র। লিটারে ১০ টাকা অতিরিক্ত করও চাপানো হয়।''
advertisement
তেলের দাম আমূল কমার এখনই কোনও লক্ষ্মণ নেই। এমনটাই দাবি 'ইন্ডিয়ান অয়েল', 'এইচপিসিএল'-এর মতো সংস্থার। দাম কমানো নিয়ে তেল সংস্থাগুলিকে কোনও প্রস্তাবও পাঠায়নি কেন্দ্র।
বাংলা খবর/ খবর/দেশ/
টানা ১১ দিন, আরও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement