#নয়াদিল্লি: মঙ্গলবার ফের দাম কমল পেট্রোল ডিজেলের ৷ এর জেরে কিছুটা স্বস্তিতে মধ্যবিত্ত ৷ আজ কলকাতায় পেট্রোল লিটার প্রতি দাম ৮০.৪৭ টাকা ৷ ডিজেল লিটার প্রতি ৭১.৪৩ টাকা ৷ এই নিয়ে টানা ৭দিন পেট্রোলের দাম কমেছে ৷
আরও পড়ুন: দীর্ঘ ২২ বছরের টানাপোড়েনের পর ঘরে ফিরল মেয়ে, আনন্দে বাঁধ ভেঙছে চোখের জল
কর্ণাটক নির্বাচনের লাগাতার ২ সপ্তাহেরও বেশি সময় ধরে পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষকে এক জাঁতাকলের মধ্যে ফেলে দিয়েছিল ৷ পেট্রোপণ্যের মূল্য সামান্যতম হ্রাসের ফলে কিছুটা হলেও নিশ্চিন্তে সাধারণ মানুষ ৷ তবে এরই মাঝে নতুন ঝটকা আপাতত সামল দিতে হবে আম আদমি-কে ৷ রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে নতুন করে মাথায় হাত পড়ল মধ্যবিত্তের মাথায় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।