দাম কমল পেট্রোল-ডিজেলের
Last Updated:
দাম কমল পেট্রোল-ডিজেলের ৷ পেট্রোলের দাম কমল লিটার প্রতি ১.৪৬ টাকা ৷ ডিজেলের দাম কমল লিটার প্রতি ১.৫৩ টাকা ৷
#নয়াদিল্লি: দাম কমল পেট্রোল-ডিজেলের ৷ পেট্রোলের দাম কমল লিটার প্রতি ১.৪৬ টাকা ৷ ডিজেলের দাম কমল লিটার প্রতি ১.৫৩ টাকা ৷ নতুন দাম মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকারী করা হয়েছে ৷ এর জেরে দিল্লিতে পেট্রোলের দাম কম গিয়ে দাঁড়ল ৬৫.৯৩ টাকা প্রতি লিটারে, কলকাতায় প্রতি লিটারে ৬৮.৬৭, মুম্বইয়ে ৭২.৭৯ ও চেন্নাইয়ে ৬৫.৪২ টাকা ৷
ডিজেলের ক্ষেত্রে দিল্লিতে দাম কমে হয়েছে ৫৪.৭১ টাকা প্রতি লিটারে, কলকাতা ৫৬.৯৫ টাকা, মুম্বই ৬০.৩২ টাকা ও চেন্নাইয়ে ৫৬.২৪ টাকা ৷
গত সেপ্টেম্বর থেকে ছয় বার দাম বেড়েছিল পেট্রোলের। এর জেরে পেট্রোলের মোট দাম বেড়েছিল ৭.৫৩ টাকা প্রতি লিটারে ৷ অন্যদিকে, গতমাসে তিনবার দাম বেড়েছিল ডিজেলের। তিনবারে প্রতি লিটারে ডিজেলের দাম বেড়েছিল ৩.৯০ টাকা ৷
advertisement
advertisement
সাধারণত আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপর ভিত্তি করেই বাড়ানো হল পেট্রোল ও ডিজেলের দাম বলে জানিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানিগুলি ৷ আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রতিনিয়ত ওঠা-নামা করতে থাকে ৷ আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই ভারতের রাষ্ট্রায়ত্ত্ব তেল কোম্পানিগুলি তেলের দাম পুনর্বিবেচনা করে থাকে ৷ মার্কিন ডলারের সঙ্গে টাকার বিনিময় মূল্য বাড়াও পেট্রোলের দামবৃদ্ধির বা কমার কারণ বলে তেল সংস্থাগুলি জানিয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 16, 2016 10:01 AM IST