Petrol and Diesel Price Hike: প্রধানমন্ত্রীর রোজের কাজের তালিকাতেই রয়েছে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি: আক্রমণ রাহুলের

Last Updated:

Rahul Gandhi attacks Modi: বুধবারও পেট্রোলের দাম ৮০-৮৫ পয়সা প্রতি লিটারে এবং ডিজেল ৭০-৭৫ পয়সা প্রতি লিটারে বৃদ্ধি করা হয়েছে ৷

 রাহুল গান্ধি
রাহুল গান্ধি
#নয়াদিল্লি: লাগামহীনভাবে বেড়েই চলেছে জ্বালানির দাম (Petrol and Diesel Price Hike)! গত নয় দিনে একটু একটু করে বাড়তে বাড়তে পেট্রোল ডিজেলের দাম (Petrol and Diesel Price Hike) এখন মধ্যবিত্তের নাগালের বাইরে। জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Prime Minister Narendra Modi) কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Congress leader Rahul Gandhi)। বুধবার মোদিকে নিশানা করে রাহুল জানান, প্রধানমন্ত্রীর প্রতিদিনের করণীয় তালিকার মধ্যে রয়েছে পেট্রোল, ডিজেল এবং গ্যাসের দাম বাড়ানো (Petrol and Diesel Price Hike), কৃষকদের আরও অসহায় করা এবং যুবকদের কর্মসংস্থানের ‘ফাঁকা স্বপ্ন’ দেখানো।
রাহুল গান্ধি তাঁর ট্যুইটে ‘RozSubahKiBaat’ হ্যাশট্যাগ ব্যবহার করে বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন।
advertisement
advertisement
“প্রধানমন্ত্রীর প্রতিদিনের কাজের তালিকা – পেট্রোল, ডিজেল এবং গ্যাসের দাম কত বাড়বে, কীভাবে জনগণের ব্যয় নিয়ে আলোচনা বন্ধ করা যায়, কীভাবে যুবকদের কর্মসংস্থানের ফাঁকা স্বপ্ন দেখাতে হয়, কোন সরকারি সংস্থাকে বিক্রি করতে হয় এবং কীভাবে কৃষকদের আরও অসহায় করে তোলা যায়,” হিন্দিতে ট্যুইট বার্তায় লিখেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।
advertisement
বুধবার, পেট্রোল এবং ডিজেলের দাম (Petrol and Diesel Price Hike) প্রতি লিটারে ৮০ পয়সা বেড়েছে। এই নিয়ে গত নয় দিনে মোট দাম বেড়েছে প্রতি লিটারে ৫.৬০ টাকা। সরকারি তেল সংস্থাগুলি গত কয়েকদিন ধরে লাগাতার দাম বাড়িয়ে চলেছে৷ বুধবারও পেট্রোলের দাম ৮০-৮৫ পয়সা প্রতি লিটারে এবং ডিজেল ৭০-৭৫ পয়সা প্রতি লিটারে বৃদ্ধি করা হয়েছে ৷
advertisement
এদিন সরকারি তেল সংস্থাগুলি দেশের চার মহানগর-সহ প্রায় সমস্ত শহরে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি (Petrol and Diesel Price Hike) করেছে ৷ দিল্লিতে পেট্রোলের দাম ৮০ পয়সা প্রতি লিটারে বেড়ে ১০১ টাকা হয়ে গিয়েছে ৷ মুম্বইয়ে ৮৫ পয়সা বাড়ানো হয়েছে পেট্রোলের দাম ৷ দিল্লিতে ডিজেলের দাম ৮০ পয়সা প্রতি লিটারে বাড়ানো হয়েছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Petrol and Diesel Price Hike: প্রধানমন্ত্রীর রোজের কাজের তালিকাতেই রয়েছে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি: আক্রমণ রাহুলের
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement