পুজো দিয়ে বছর শুরু করতে তারাপীঠে ভক্তদের ভিড়
Last Updated:
বাংলার নতুন বছরের প্রথম দিনে প্রতিবারই পুজো দিতে ভিড় জমান বহু মানুষ ৷ ভিড় সামলাতে বেশ বেগ পেতে হয় ৷ বছরের শুরুতে মায়ের কাছে পার্থনা-সারাটা বছর সুখে-শান্তিতে রেখো মা ৷
#বীরভূম: বাংলার নতুন বছরের প্রথম দিনে প্রতিবারই পুজো দিতে ভিড় জমান বহু মানুষ ৷ ভিড় সামলাতে বেশ বেগ পেতে হয় ৷ বছরের শুরুতে মায়ের কাছে পার্থনা-সারাটা বছর সুখে-শান্তিতে রেখো মা ৷ তবে এ বার পয়লা বৈশাখের গুরুত্ব খানিকটা ভিন্ন তারাপীঠে ৷ প্রতিবছরের মত এবারও দু’বার মায়ের ভোগ নিবেদন হবে। এদিকে শনি-রবি দু’দিন পরপর ছুটি হওয়ায় শনিবার থেকেই তারাপীঠে রয়েছে ভক্ত ও পর্যটকদের ভিড়।
বাংলা নববর্ষের প্রথম দিনে মা তাঁরার পুজো দিয়ে অনেকে বছর শুরু করেন। সে জন্য পয়লা বৈশাখের দিন তারাপীঠে ভক্তদের ঢল নামে। ব্যবসায়ীরা হালখাতার জন্য নতুন খাতা মায়ের চরণে স্পর্শ করে পুজো দিতে ভিড় জমান।
এবার পয়লা বৈশাখ রবিবার, অর্থাৎ ছুটির দিন। আবার সকাল থেকেই অমাবস্যা তিথি। তাই শনিবার থেকেই তারাপীঠে পর্যটকদের আসা শুরু হয়ে গিয়েছে। অমাবস্যা তিথিতে মায়ের কাছে পুজো অর্পণ করলে মোক্ষলাভ হয় বলে ভক্তদের বিশ্বাস। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, ‘‘রবিবার ভোরে মায়ের স্নানের পর রাজবেশে সাজিয়ে পুজো ওই মঙ্গলারতি করা হবে। সকাল সাড়ে পাঁচটা থেকেই সকল ভক্তদের জন্য গর্ভগৃহ খুলে দেওয়া হবে। এদিন সকাল ৭.৫৯ মিনিটের পর অমাবস্যা তিথি শুরু হচ্ছে। থাকছে সোমবার সকাল ৭.২৩ মিনিট পর্যন্ত। তারাপীঠে প্রতি অমাবস্যা তিথিতে ভক্ত ও সাধু-সন্তদের সমাগম ঘটে। এবার পয়লা বৈশাখের দিন অমাবস্যা তিথি শুরু হওয়ায় ভিড় কয়েকগুণ বাড়বে।’’
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 13, 2019 9:52 AM IST