পয়লা বৈশাখে দুই বাংলার মিলনের ছবি দেখল গোয়ালপোখর

Last Updated:

কাঁটাতারের বেড়াজালের বাঁধন বুকে নিয়েই নতুন বছরের প্রথম দিনেই মিলন। এই মিলন দুদেশের, এপার বাংলার সঙ্গে ওপার বাংলার মানুষের মিলনমেলা।

#গোয়ালপোখর: কাঁটাতারের বেড়াজালের বাঁধন বুকে নিয়েই নতুন বছরের প্রথম দিনেই মিলন। এই মিলন দুদেশের, এপার বাংলার সঙ্গে ওপার বাংলার মানুষের মিলনমেলা। এক বছরের অপেক্ষার পর প্রিয়জনদের একটু দেখা, দুটো কথা বলা। প্রতিবছরই নতুন বছরের প্রথম দিনে উত্তর দিনাজপুর জেলা গোয়ালপোখর থানার কিচকটোলায় ভারত-বাংলাদেশ সীমান্তে মিলন মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। আজও হয়নি তার ব্যাতিক্রম।
আজ রবিবার সকাল থেকেই বাংলার ও বিহারের হাজার হাজার মানুষ এই গোয়ালপোখরের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার ফুলবাড়ি গ্রামে হাজির হন। অন্যদিকে কাঁটাতারের ওপারে বাংলাদেশের নঁওগা গ্রামের বাংলাদেশী বাসিন্দারাও হাজির হয়েছিলেন। মাঝে কাঁটাতারের বেড়াজাল থাকলেও দীর্ঘ কয়েক বছর বাবা-মা, আত্মীয় পরিজনের সঙ্গে একটিবারের জন্য চোখের দেখা হওয়ার আবেগ কোনওভাবেই বাধা মানে না চোখের জলের।
advertisement
১৯৪৭ সালে ভারতবর্ষ থেকে আলাদা হয়ে যায় বাংলাদেশ। দুই দেশের ভাষা, সংস্কৃতি, এক। দু’দেশের বুক চিরে কাটাতাঁরের বেড়া দিয়ে বিচ্ছিন্ন করে দেওয়া হলেও, দেশের মানুষের মনকে বিচ্ছিন্ন করে দিতে পারেনি। তারই প্রতিচ্ছবি দেখা যায় পয়লা বৈশাখেলর এই মিলনমেলায়। এপারের বাংলা ও বিহারের হাজার হাজার মানুষ যেমন এসেছেন তেমনি তার আত্মীয় পরিজনেরাও এয়াসেছেন বাংলাদেশ থেকে। শুধু দেখা করাই নয়,আত্মীয়দের কাছে তার সাধ্যমত জামাকাপড়,মিষ্টি,ফল তুলে দিয়েছেন।
advertisement
advertisement
বিএসএফের কড়া নজরদারির মধ্যেই দুই দেশের মানুষের তার পরিজদের জন্য আনা জিনিসপত্র কাটাতাঁরের উপর দিয়ে পার করছে। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরে এই মিলনমেলা শুরু হওয়ায় খুশি বাসিন্দারা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পয়লা বৈশাখে দুই বাংলার মিলনের ছবি দেখল গোয়ালপোখর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement