হোম /খবর /দেশ /
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১ কোটি, ভ্যাকসিনের অপেক্ষায় দেশবাসী....

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১ কোটি, ভ্যাকসিনের অপেক্ষায় দেশবাসী....

এই মহামারিতে দেশে এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ ৪৫ হাজার জনের মৃত্যু হয়ে গিয়েছে ৷ এই মুহূর্তে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা তিল লক্ষের বেশি ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১ কোটি ৷ worldometers.info দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাতেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা হয়ে গিয়েছিল ১০,০০৪,৮২৫ ৷ এই মহামারিতে দেশে এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ ৪৫ হাজার জনের মৃত্যু হয়ে গিয়েছে ৷ এই মুহূর্তে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা তিল লক্ষের বেশি ৷ কিন্তু ভারতে ভ্যাকসিন আসতে এখনও অনেক দেরি বলে মনে করা হচ্ছে ৷ আমেরিকা ও রাশিয়ার মতো দেশ ভ্যাকসিন তৈরি করতে সফল হয়েছে বলে দাবি করে টীকারকরণ শুরু করে দিয়েছে ৷ ভারতেও ভ্যাকসিন তৈরির ট্রায়াল চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে দাবি করা হয়েছে ৷ আগামী কয়েক সপ্তাহে ভ্যাকসিন পুরোপুরি তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে ৷

স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যাঁরা টীকাকরণের জন্য ইচ্ছুক তাঁদের অনলাইনে রেজিস্ট্রেশন করাতে হবে ৷ আগামী বছর জানুয়ারি থেকে অগাস্ট মাসের মধ্যে প্রায় ৩০ কোটি মানুষকে করোনার টীকা দেওয়া হবে ৷ এর মধ্যে ১ কোটি স্বাস্থ্যকর্মী, পুলিশ ও নগর নিগমের কর্মীরা-সহ অন্যান্য ফ্রন্ট লাইনে কর্মরতরা সামিল রয়েছেন ৷ এরপর তাঁদের টীকা দেওয়া হবে যাঁদের বয়স ৫০ বছরের বেশি, বা যাঁদের ডায়েবিটিস বা অন্যান্য রোগ রয়েছে যা করোনা সংক্রমণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় ৷ ফলে এই হিসেব অনুযায়ী, সাধারণ মানুষকে টীকার জন্য প্রায় এক বছরের বেশি সময়ের জন্য অপেক্ষা করতে হবে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Coronavaccine