করুণ অবস্থা, শেষ করা যাচ্ছে না শেষকৃত্য, লকার বুক করে অপেক্ষায় মানুষ

Last Updated:

এই অবস্থার কথা বোধ হয় দুঃস্বপ্নেও ভাবেননি কেউই

#দেরাদুন : দেরাদুনের বাসিন্দা ৮৬ বছরের এসএল গুলাটি বার্ধক্যজনিত কারণে মারা গেছেন এপ্রিলের ২৭ তারিখ ৷ কিন্তু এখনও শেষ হয়নি এই কাহিনী৷ পরিবারের হাত পা বাঁধা ৷ পারিবারিক নিয়ম অনুসারে তাঁদের পরিবারে মৃত্যুর পরে শেষকৃত্য সম্পন্ন হলেই সব হয় না ৷ পুরো বিষয়টি সাঙ্গ হয় যখন মৃতের চিতা ভস্ম বা অস্থি হরিদ্বারের গঙ্গায় বিসর্জিত হলে ৷ লকডাউনে তাই মৃতের শেষ ক্রিয়া এখনও আটকে ৷ গুলাটি-র চিতাভস্ম এখন ১০০ টাকা ভাড়ার লকারে বন্দি ৷
পরিবারের পক্ষ থেকে আত্মীয় জানিয়েছেন . ‘লকডাউন যখন শেষ হবে তখন লকার থেকে ওই চিতা ভস্ম বার করে গঙ্গায় বিসর্জন দেব ৷ ’
এটা শুধু গুলাটির একার বিষয় নয়৷ যেখানে তাঁর চিতাভস্ম বন্দী হয়ে লকারে রয়েছে সেই লকারেই এরকমও আরও ২৬ জনের অস্থি রাখা রয়েছে ৷ শ্মশানের পক্ষ থেকে জানানো হয়েছে , ‘আমাদের কাছে ১৮ টি লকার রয়েছে , যার সবগুলির মধ্যেই চিতাভস্ম রাখা আছে ৷ আর বাকি গুলি ব্যাগে করে রাখা হয়েছে ৷ পরিবারের আত্মীয়রা অপেক্ষা করছেন যাতে যাতে হরিদ্বারে সেই চিতাভস্ম ভাসাতে পারেন ৷ ’
advertisement
advertisement
কিছু মানুষ আবার চিতাভস্ম নিয়ে যাবেন হিমাচল প্রদেশের পাওনতা সাহিবে  ৷ শ্মশানের পক্ষ থেকে জানানো হয়েছে এর আগে এই লকারগুলি এনআরআই আত্মীয়দের আসার ঘটনা হলেই ব্যবহার হত ৷ আর এই লকডাউনের জেরে সাধারণ মানুষ নিজের পরিবারের মানুষটিক শেষকৃত্যের শেষটা করে উঠতে পারছেন না৷
শ্মশানের পন্ডিত জানিয়েছেন হরিদ্বারকে হিন্দু শাস্ত্র অনুযায়ি মুক্তির দ্বার বলা হয় ৷ এখন যেহেতু মানুষ সেখানে অস্থি বিসর্জন করতে পারছেন না তাই অপেক্ষা করা ছাড়া তাঁদের হাতে আর কোনও উপায় অবশিষ্ট নেই ৷
advertisement
আর এখানেই শেষ নয় শ্মশানের আধিকারিক জানিয়েছেন রোজই প্রায় গোটা চল্লিশ করে ফোন পাচ্ছেন এই অনুরোধ নিয়ে যদি আত্মীয়ের অস্থি রাখার জন্য লকার ভাড়া পাওয়া যায়৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
করুণ অবস্থা, শেষ করা যাচ্ছে না শেষকৃত্য, লকার বুক করে অপেক্ষায় মানুষ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement