শেষ হল ১৪ মাসের বন্দিদশা, মুক্তি পেলেন মেহবুবা মুফতি

Last Updated:

প্রথমে মুফতিকে দু'টি গেস্ট হাউজে বন্দি করে রাখা হলেও পরবর্তী সময়ে তাঁর শ্রীনগরের বাসভবনেই তাঁকে গৃহবন্দি করে রাখা হয়৷

#শ্রীনগর: গ্রেফতার হওয়ার এক বছরেরও বেশি সময় পর মুক্তি পেলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মু্খ্যমন্ত্রী এবং পিডিপি নেত্রী মেহবুবা মুফতি৷ মঙ্গলবার রাতেই এ বিষয়ে নির্দেশিকা জারি করে জম্মু কাশ্মীর প্রশাসন৷ গত জুলাই মাসেই পাবলিক সেফটি অ্যাক্ট বা পিএসএ-এর অধীনে মুফতিকে বন্দি রাখার সিদ্ধান্ত আরও তিন মাসের জন্য বাড়ানো হয়েছিল৷
গত বছরের ৫ অগাস্ট জম্মু কাশ্মীর এবং লাদাখকে আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়৷ পাশাপাশি কাশ্মীরের থেকে ৩৭০ ধারাও প্রত্যাহার করে নেওয়া হয়৷ এই ঘোষণার ঠিক আগে মেহবুবা মুফতি সহ একাধিক রাজনৈতিক দলের নেতাদের গ্রেফতার করা হয় কাশ্মীরে৷ সেই তালিকায় ছিলেন ওমর আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহরাও৷
ফারুক এবং ওমর আবদুল্লাহকে গত মার্চ মাসে মুক্তি দেওয়া হলেও বন্দি করে রাখা হয়েছিল মুফতিকে৷ মায়ের মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন মেহবুবা মুফতির কন্যা ইলতিজা৷ কিছুদিন আগেই বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করে সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকার এবং জম্মু কাশ্মীর প্রশাসনের কাছে জানতে চেয়েছিল, ঠিক কতদিন মুফতিকে বন্দি করে রাখা হবে৷
advertisement
advertisement
প্রথমে মুফতিকে দু'টি গেস্ট হাউজে বন্দি করে রাখা হলেও পরবর্তী সময়ে তাঁর শ্রীনগরের বাসভবনেই তাঁকে গৃহবন্দি করে রাখা হয়৷ মেহবুবা মুফতিকে কেন্দ্রীয় সরকার মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ট্যুইটারেই সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর মেয়ে ইলতিজা৷ পাশাপাশি ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷ ট্যুইটারে তিনি লিখেছেন, যেভাবে মুফতিকে এক বছরেরও বেশি সময় বন্দি করে রাখা হয়েছিল, তা মানুষের ন্যূনতম গণতান্ত্রিক অধিকারের বিরোধী৷
advertisement
advertisement
কংগ্রেস নেতা গুলাম নবি আজাদও ট্যুইটারে লিখেছেন, ১৫ মাস ধরে যে ভাবে মেহবুবা মুফতিকে বন্দি করে রাখা হয়েছিল, তা নজিরবিহীন৷
বাংলা খবর/ খবর/দেশ/
শেষ হল ১৪ মাসের বন্দিদশা, মুক্তি পেলেন মেহবুবা মুফতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement