শেষ হল ১৪ মাসের বন্দিদশা, মুক্তি পেলেন মেহবুবা মুফতি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
প্রথমে মুফতিকে দু'টি গেস্ট হাউজে বন্দি করে রাখা হলেও পরবর্তী সময়ে তাঁর শ্রীনগরের বাসভবনেই তাঁকে গৃহবন্দি করে রাখা হয়৷
#শ্রীনগর: গ্রেফতার হওয়ার এক বছরেরও বেশি সময় পর মুক্তি পেলেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মু্খ্যমন্ত্রী এবং পিডিপি নেত্রী মেহবুবা মুফতি৷ মঙ্গলবার রাতেই এ বিষয়ে নির্দেশিকা জারি করে জম্মু কাশ্মীর প্রশাসন৷ গত জুলাই মাসেই পাবলিক সেফটি অ্যাক্ট বা পিএসএ-এর অধীনে মুফতিকে বন্দি রাখার সিদ্ধান্ত আরও তিন মাসের জন্য বাড়ানো হয়েছিল৷
গত বছরের ৫ অগাস্ট জম্মু কাশ্মীর এবং লাদাখকে আলাদা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়৷ পাশাপাশি কাশ্মীরের থেকে ৩৭০ ধারাও প্রত্যাহার করে নেওয়া হয়৷ এই ঘোষণার ঠিক আগে মেহবুবা মুফতি সহ একাধিক রাজনৈতিক দলের নেতাদের গ্রেফতার করা হয় কাশ্মীরে৷ সেই তালিকায় ছিলেন ওমর আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহরাও৷
ফারুক এবং ওমর আবদুল্লাহকে গত মার্চ মাসে মুক্তি দেওয়া হলেও বন্দি করে রাখা হয়েছিল মুফতিকে৷ মায়ের মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন মেহবুবা মুফতির কন্যা ইলতিজা৷ কিছুদিন আগেই বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করে সুপ্রিম কোর্ট৷ শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকার এবং জম্মু কাশ্মীর প্রশাসনের কাছে জানতে চেয়েছিল, ঠিক কতদিন মুফতিকে বন্দি করে রাখা হবে৷
advertisement
advertisement
প্রথমে মুফতিকে দু'টি গেস্ট হাউজে বন্দি করে রাখা হলেও পরবর্তী সময়ে তাঁর শ্রীনগরের বাসভবনেই তাঁকে গৃহবন্দি করে রাখা হয়৷ মেহবুবা মুফতিকে কেন্দ্রীয় সরকার মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ট্যুইটারেই সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তাঁর মেয়ে ইলতিজা৷ পাশাপাশি ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷ ট্যুইটারে তিনি লিখেছেন, যেভাবে মুফতিকে এক বছরেরও বেশি সময় বন্দি করে রাখা হয়েছিল, তা মানুষের ন্যূনতম গণতান্ত্রিক অধিকারের বিরোধী৷
advertisement
I’m pleased to hear that @MehboobaMufti Sahiba has been released after more than a year in detention. Her continued detention was a travesty & was against the basic tenets of democracy. Welcome out Mehbooba.
— Omar Abdullah (@OmarAbdullah) October 13, 2020
advertisement
কংগ্রেস নেতা গুলাম নবি আজাদও ট্যুইটারে লিখেছেন, ১৫ মাস ধরে যে ভাবে মেহবুবা মুফতিকে বন্দি করে রাখা হয়েছিল, তা নজিরবিহীন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 14, 2020 12:18 AM IST