Tirupati Tirumala Temple: প্রতিশ্রুতি রক্ষা, তিরুপতি তিরুমালা মন্দিরে কেশ বিসর্জন দিয়ে মুণ্ডিত মস্তক অন্ধ্রের উপমুখ্যমন্ত্রীর তৃতীয় পক্ষের স্ত্রী বিদেশিনী অ্যানা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Tirupati Tirumala Temple: তাঁর স্বামী অভিনেতা তথা রাজনৈতিক নেতা পবন কল্যাণ যে দলের সদস্য, সেই জনসেনা পার্টির তরফে জানানো হয়েছে সবরকম নীতি পালন করে কেশ নিবেদন করেছেন অ্যানা৷
হায়দরাবাদ: কথা রাখলেন অ্যানা কোনিডেলা৷ তিরুপতি তিরুমালা মন্দিরে নিজের কেশ বিসর্জন দিয়ে মুণ্ডিত মস্তক হলেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের বিদেশিনী স্ত্রী৷ সোশ্যাল মিডিয়ায় নিজের মুণ্ডিত মস্তক রূপের ছবিও শেয়ার করেছেন রুশ বংশোদ্ভূত অ্যানা৷ সম্প্রতি সিঙ্গাপুরে নিজের স্কুলের সামার ক্যাম্পে অগ্নিকাণ্ডে গুরুতর আহত হন পবন এবং অ্যানার ছেলে মার্ক শঙ্কর৷ ছেলের সুস্থতা প্রার্থনা করে তিরুপতি মন্দিরে নিজের চুল মানত করেছিলেন অ্যানা৷ সন্তান সুস্থ হয়ে ফিরে আসার পর রবিবার নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন তিনি৷
গত ৮ এপ্রিল সিঙ্গাপুরে স্কুলের সামার ক্যাম্পে আহত হয় ছোট্ট মার্ক৷ শিশুর হাত এবং পা পুড়ে যায়৷ অনেকটা ধোঁয়া তার পেটেও চলে যায়৷ ছেলের সুস্থতা প্রার্থনা করে নিজের চুল ঈশ্বরের চরণে দান করার মানত করেন অ্যানা৷ তাঁর স্বামী অভিনেতা তথা রাজনৈতিক নেতা পবন কল্যাণ যে দলের সদস্য, সেই জনসেনা পার্টির তরফে জানানো হয়েছে সবরকম নীতি পালন করে কেশ নিবেদন করেছেন অ্যানা৷ প্রসঙ্গত সম্পূর্ণ চিকিৎসার পর রবিবারই সিঙ্গাপুর থেকে ভারতে ফেরে মার্ক৷ হায়দরবাদ বিমানবন্দরে পবনের কোলে দেখা যায় মার্ককে৷ পাশে ছিলেন মা অ্যানা৷ চিকিৎসকরা জানিয়েছেন আপাতত সুস্থ আছে ছোট্ট মার্ক৷
advertisement
advertisement
advertisement
advertisement
২০১৩ সালে রুশ তরুণী অ্যানাকে বিয়ে করেন অভিনেতা থেকে রাজনীতিতে পা রাখা পবন৷ এটা তাঁর তৃতীয় বিয়ে৷ চিরঞ্জীবী এবং নগেন্দ্রবাবুর ভাই পবনের প্রথম স্ত্রী ছিলেন নন্দিনী৷ ১৯৯৯ সালে ভেঙে যায় তাঁদের ২ বছরের দাম্পত্য৷ ১০ বছর পর তেলুগু অভিনেত্রী রেণু দেশাইকে বিয়ে করেন পবন৷ তাঁদের এক ছেলে এবং এক মেয়ে আছে৷ সেই বিয়ে ভেঙে যায় ২০১২ সালে৷ তার পরের বছরই অ্যানার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন পবন৷ মার্ক ছাড়াও তাঁদের একটি মেয়ে আছে৷ তার নাম পোলেনা অঞ্জনা পাওয়ানোভা৷ রাজনীতির মঞ্চ ছাড়াও তেলুগু ছবির জনপ্রিয় অভিনেতা পবনের নাম সমাজসেবার ক্ষেত্রেও চর্চিত৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 14, 2025 12:12 PM IST