Atal Vihari Bajpayee: অটলবিহারী বাজপেয়ীর নাম বদলে কোকোনাট পার্ক! বিহারে জোর বিতর্ক, বিজেপির নিশানায় নীতীশ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
পটনা: নাম ছিল অটলবিহারী বাজপেয়ী পার্ক৷ পটনার সেই পার্কেরই নাম বদল করে কোকোনাট পার্ক রাখল নীতীশ কুমার সরকার৷ নামবদলের পর সোমবার নতুন এই পার্কের উদ্বোধন করলেন বিহারের মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব৷ বিহারের উপমুখ্যমন্ত্রীর পাশাপাশি পরিবেশ দফতরের দায়িত্বেও রয়েছেন তেজস্বী৷ তিনিই এই নাম বদলের ঘোষণা করেন৷
তবে অতীতে পটনা শহরের এই পার্কটি কোকোনাট পার্ক নামেই খ্যাত ছিল৷ সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালে পার্কটির নাম প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে রাখা হয়৷ এবার পার্কটির পুরনো নামই ফিরিয়ে দেওয়া হল৷
advertisement
যদিও এই নাম বদলের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই৷ তাঁর অভিযোগ, অটল বিহারী বাজপেয়ীর নাম এ ভাবে সরিয়ে দেওয়া একটি অপরাধের সামিল৷ ওই পার্কে অটল বিহারী বাজপেয়ীর মূর্তিও রয়েছে৷ নিত্যানন্দ রাইয়ের কথায়, ‘তেজস্বী, মানুষ আপনাকে প্রশ্ন করবে৷ নীতীশজি ওঁকে আটকান৷’
advertisement
কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের মতো বিহারের বিজেপি সভাপতি সম্রাট চৌধুরীও পার্কের এই নাম বদলের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন৷ তিনি বলেন, ‘এত বছর ধরে পার্কটি অটল বিহারী বাজপেয়ীর নামে নামাঙ্কিত ছিল৷ কিন্তু নীতীশ কুমারের শাসনকালে সেই নামও বদলে ফেলা হল৷ অটলজির প্রতি নীতীশ কুমারের কতটা শ্রদ্ধা করেন, এই ঘটনাতেই প্রমাণ হয়ে গেল৷’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 21, 2023 4:04 PM IST