Atal Vihari Bajpayee: অটলবিহারী বাজপেয়ীর নাম বদলে কোকোনাট পার্ক! বিহারে জোর বিতর্ক, বিজেপির নিশানায় নীতীশ

Last Updated:
বিজেপি-র নিশানায় নীতীশ৷
বিজেপি-র নিশানায় নীতীশ৷
পটনা: নাম ছিল অটলবিহারী বাজপেয়ী পার্ক৷ পটনার সেই পার্কেরই নাম বদল করে কোকোনাট পার্ক রাখল নীতীশ কুমার সরকার৷ নামবদলের পর সোমবার নতুন এই পার্কের উদ্বোধন করলেন বিহারের মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব৷ বিহারের উপমুখ্যমন্ত্রীর পাশাপাশি পরিবেশ দফতরের দায়িত্বেও রয়েছেন তেজস্বী৷ তিনিই এই নাম বদলের ঘোষণা করেন৷
তবে অতীতে পটনা শহরের এই পার্কটি কোকোনাট পার্ক নামেই খ্যাত ছিল৷ সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালে পার্কটির নাম প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে রাখা হয়৷ এবার পার্কটির পুরনো নামই ফিরিয়ে দেওয়া হল৷
advertisement
যদিও এই নাম বদলের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই৷ তাঁর অভিযোগ, অটল বিহারী বাজপেয়ীর নাম এ ভাবে সরিয়ে দেওয়া একটি অপরাধের সামিল৷ ওই পার্কে অটল বিহারী বাজপেয়ীর মূর্তিও রয়েছে৷ নিত্যানন্দ রাইয়ের কথায়, ‘তেজস্বী, মানুষ আপনাকে প্রশ্ন করবে৷ নীতীশজি ওঁকে আটকান৷’
advertisement
কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের মতো বিহারের বিজেপি সভাপতি সম্রাট চৌধুরীও পার্কের এই নাম বদলের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন৷ তিনি বলেন, ‘এত বছর ধরে পার্কটি অটল বিহারী বাজপেয়ীর নামে নামাঙ্কিত ছিল৷ কিন্তু নীতীশ কুমারের শাসনকালে সেই নামও বদলে ফেলা হল৷ অটলজির প্রতি নীতীশ কুমারের কতটা শ্রদ্ধা করেন, এই ঘটনাতেই প্রমাণ হয়ে গেল৷’
বাংলা খবর/ খবর/দেশ/
Atal Vihari Bajpayee: অটলবিহারী বাজপেয়ীর নাম বদলে কোকোনাট পার্ক! বিহারে জোর বিতর্ক, বিজেপির নিশানায় নীতীশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement