Crime: চাকরিতে মন, পরিবারের জন্য সময় নেই স্ত্রীর! অভিযোগ তুলে হোটেলের ঘরে কী করলেন স্বামী

Last Updated:

Crime: শুক্রবার পটনার একটি হোটেলের ঘর থেকে এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়৷ তাঁর সারা শরীরে ছিল নৃশংসতার চিহ্ন৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
পটনা: বিহার থেকে এল নৃশংস মৃত্যুর খবর৷ এমন খবরের কথা কল্পনাও করতে পারবেন না কেউ৷ কারণ, এই হিংসার ঘটনা ঘটে গেল স্বামী-স্ত্রী-এর মধ্যে৷ স্বামীর অভিযোগ পুলিশের নতুন চাকরি পাওয়ার পর আর পরিবারে যথেষ্ট সময় দিতে দেখা যায় না স্ত্রীকে৷ আর সেই কারণেই তাঁর প্রতি একরাশ ঘৃণা আর নৃশংসতা উগড়ে দিলেন স্বামী৷
শুক্রবার পটনার একটি হোটেলের ঘর থেকে এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়৷ তাঁর সারা শরীরে ছিল নৃশংসতার চিহ্ন৷ তিনি তাঁর উপর হওয়া অত্যাচার আটকাতেও চেষ্টা করেছেন, সেটিও ছিল স্পষ্ট৷ মহিলার দেহ ছিল নগ্ন, সর্বত্র ছিল ধারালো বস্তুর আঘাতের চিহ্ন৷ আর মাথায় ছিল গুলির চিহ্ন৷ মহিলাকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয় পাটনার হোটেলে৷
advertisement
advertisement
কয়েকদিন আগেই বিহার পুলিশে চাকরি পেয়েছিলেন শোভা কুমারী নামে ওই মহিলা৷ তিনি বিবাহ করেছিলেন গজেন্দ্র যাদব নামে একজনকে৷ কিন্তু দাম্পত্যের বসন্ত বেশিদিন চলেনি৷ স্বামী অভিযোগে করেছিলেন, নতুন চাকরি পাওয়ার পর তাঁকে ও পরিবারকে যথেষ্ট সময় দিতে পারেন না শোভা, আর তাই নিয়েই শুরু হয় অশান্তি৷ উল্লেখ্য এঁদের প্রেম করে বিয়ে, বিয়ের পর এক সন্তানও হয়েছে তাঁদের৷ কিন্তু সেই সংসারেই এই পরিণতি৷
advertisement
পুলিশ জানিয়েছেন, আদতে বিহারের কাকো থানা এলাকার বাসিন্দা গজেন্দ্র এ দিন পাটনায় একটি হোটেলের ঘর বুক করেন এবং তার পর সেখানে তাঁর স্ত্রীকে ডাকেন দেখা করার জন্য৷ স্ত্রী এলে তাঁদের মধ্যে বাদানুবাদ শুরু হয়৷ তারপর গুলি করে হত্যা করেন স্ত্রী-কে৷ হত্যা করার পর নিজের নম্বর থেকে তিনটি ফোন করেন তিনি, তার পর পালিয়ে যান৷ পুলিশ এখনও অভিযুক্তকে ধরতে পারেনি৷ শোভার দেহ পড়ে ছিল রক্তের মধ্যে৷ একজন প্রতক্ষ্যদর্শী জানিয়েছেন, শোভাকে খুব কাছ থেকে মাথায় গুলি করা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Crime: চাকরিতে মন, পরিবারের জন্য সময় নেই স্ত্রীর! অভিযোগ তুলে হোটেলের ঘরে কী করলেন স্বামী
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement