Crime: চাকরিতে মন, পরিবারের জন্য সময় নেই স্ত্রীর! অভিযোগ তুলে হোটেলের ঘরে কী করলেন স্বামী

Last Updated:

Crime: শুক্রবার পটনার একটি হোটেলের ঘর থেকে এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়৷ তাঁর সারা শরীরে ছিল নৃশংসতার চিহ্ন৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
পটনা: বিহার থেকে এল নৃশংস মৃত্যুর খবর৷ এমন খবরের কথা কল্পনাও করতে পারবেন না কেউ৷ কারণ, এই হিংসার ঘটনা ঘটে গেল স্বামী-স্ত্রী-এর মধ্যে৷ স্বামীর অভিযোগ পুলিশের নতুন চাকরি পাওয়ার পর আর পরিবারে যথেষ্ট সময় দিতে দেখা যায় না স্ত্রীকে৷ আর সেই কারণেই তাঁর প্রতি একরাশ ঘৃণা আর নৃশংসতা উগড়ে দিলেন স্বামী৷
শুক্রবার পটনার একটি হোটেলের ঘর থেকে এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়৷ তাঁর সারা শরীরে ছিল নৃশংসতার চিহ্ন৷ তিনি তাঁর উপর হওয়া অত্যাচার আটকাতেও চেষ্টা করেছেন, সেটিও ছিল স্পষ্ট৷ মহিলার দেহ ছিল নগ্ন, সর্বত্র ছিল ধারালো বস্তুর আঘাতের চিহ্ন৷ আর মাথায় ছিল গুলির চিহ্ন৷ মহিলাকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয় পাটনার হোটেলে৷
advertisement
advertisement
কয়েকদিন আগেই বিহার পুলিশে চাকরি পেয়েছিলেন শোভা কুমারী নামে ওই মহিলা৷ তিনি বিবাহ করেছিলেন গজেন্দ্র যাদব নামে একজনকে৷ কিন্তু দাম্পত্যের বসন্ত বেশিদিন চলেনি৷ স্বামী অভিযোগে করেছিলেন, নতুন চাকরি পাওয়ার পর তাঁকে ও পরিবারকে যথেষ্ট সময় দিতে পারেন না শোভা, আর তাই নিয়েই শুরু হয় অশান্তি৷ উল্লেখ্য এঁদের প্রেম করে বিয়ে, বিয়ের পর এক সন্তানও হয়েছে তাঁদের৷ কিন্তু সেই সংসারেই এই পরিণতি৷
advertisement
পুলিশ জানিয়েছেন, আদতে বিহারের কাকো থানা এলাকার বাসিন্দা গজেন্দ্র এ দিন পাটনায় একটি হোটেলের ঘর বুক করেন এবং তার পর সেখানে তাঁর স্ত্রীকে ডাকেন দেখা করার জন্য৷ স্ত্রী এলে তাঁদের মধ্যে বাদানুবাদ শুরু হয়৷ তারপর গুলি করে হত্যা করেন স্ত্রী-কে৷ হত্যা করার পর নিজের নম্বর থেকে তিনটি ফোন করেন তিনি, তার পর পালিয়ে যান৷ পুলিশ এখনও অভিযুক্তকে ধরতে পারেনি৷ শোভার দেহ পড়ে ছিল রক্তের মধ্যে৷ একজন প্রতক্ষ্যদর্শী জানিয়েছেন, শোভাকে খুব কাছ থেকে মাথায় গুলি করা হয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Crime: চাকরিতে মন, পরিবারের জন্য সময় নেই স্ত্রীর! অভিযোগ তুলে হোটেলের ঘরে কী করলেন স্বামী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement