পাতিয়ালা কোর্ট কাণ্ডে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে বিজেপি বিধায়ক ওপি শর্মা
Last Updated:
মঙ্গলবার পাতিয়ালা কোর্ট চত্বরে কানহাইয়া কুমারকে কেন্দ্র করে উতপ্ত অবস্থার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিলক মার্গ থানায় ডাকা হল বিজেপি বিধায়ক ওপি শর্মাকে ৷ ওপি শর্মার জানিয়েছেন, ‘আইন ও সংবিধানকে সম্মান করি ৷ আমি দিল্লি পুলিশকে যথাযথ সাহায্য করব ৷’
#নয়াদিল্লি: মঙ্গলবার পাতিয়ালা কোর্ট চত্বরে কানহাইয়া কুমারকে কেন্দ্র করে উতপ্ত অবস্থার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিলক মার্গ থানায় ডাকা হল বিজেপি বিধায়ক ওপি শর্মাকে ৷ ওপি শর্মার জানিয়েছেন, ‘আইন ও সংবিধানকে সম্মান করি ৷ আমি দিল্লি পুলিশকে যথাযথ সাহায্য করব ৷’
পাতিয়ালা কোর্টে হওয়া অশান্তির কেন্দ্রবিন্দু হয়ে পড়েন বিজেপি বিধায়ক ওপি শর্মা ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে এক সিপি আই কর্মীকে মারধর করার ৷ এই বিষয়ে ওপি শর্মা জানান, ‘মঙ্গলবার আদালতে ঢোকার সময় , কিছু মানুষ পাকিস্তানের পক্ষে গিয়ে স্লোগন দিচ্ছিল ৷ সেই স্লোগানের প্রতিবাদ করি আমি ৷ তখনই একদল মানুষ আমার ওপর চড়াও হয় ৷ আত্মরক্ষার জন্য আমিও পাল্টা আক্রমণ করি ৷’ ওপি শর্মা এও বলেন, ‘সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া ছবিটি আমার নয়৷ অযথা আমাকে নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে ৷ ’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 18, 2016 1:05 PM IST