পাঠানকোটে হামলায় মাসুদ আজহারের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা
Last Updated:
পাঠানকোট হামলার মূল অভিযুক্ত মাসুদ আজহারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এনআইএ আদালত ৷ মাসুদের পাশাপাশি তার ভাই রউফ, অন্য দুই সন্দেহভাজন কাশিফ জান ও শাহিদ লতিফের বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে ৷ পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছে জইশ-ই-মহম্মদের সদস্যদের বিরুদ্ধে ৷ ভারত তাদের তদন্তে দাবি করেছে যে এই হামলার মূল চক্রী ছিল মাসুদ ৷ তাদের এই দাবির পক্ষে ভারত পাকিস্তানকে বহু তথ্য প্রমানও পেশ করেছে ৷ সম্প্রতি পাঠানকোট হামলার ঘটনাস্থল পরিদর্শনে আসে পাক তদন্তকারী দল ৷ চলতি মাসের শেষে ভারতের গোয়েন্দা সংস্থার আধিকারিকদের পাঠানকোট হামলার তদন্তে পাকিস্তান যাওয়ার কথা ছিল ৷ কিন্তু আপাত্ত তা স্থগিত রাখা হয়েচে ৷
#নয়াদিল্লি: পাঠানকোট হামলার মূল অভিযুক্ত মাসুদ আজহারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এনআইএ আদালত ৷ মাসুদের পাশাপাশি তার ভাই রউফ, অন্য দুই সন্দেহভাজন কাশিফ জান ও শাহিদ লতিফের বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে ৷ পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার ষড়যন্ত্র করার অভিযোগ ওঠে জইশ-ই-মহম্মদের সদস্যদের বিরুদ্ধে ৷ ভারত তাদের তদন্তে দাবি করেছে যে এই হামলার মূল চক্রী ছিল মাসুদ ৷ তাদের এই দাবির পক্ষে ভারত পাকিস্তানকে বহু তথ্য প্রমানও পেশ করেছে ৷ সম্প্রতি পাঠানকোট হামলার ঘটনাস্থল পরিদর্শনে আসে পাক তদন্তকারী দল ৷ চলতি মাসের শেষে ভারতের গোয়েন্দা সংস্থার আধিকারিকদের পাঠানকোট হামলার তদন্তে পাকিস্তান যাওয়ার কথা ছিল ৷ কিন্তু আপাত্ত তা স্থগিত রাখা হয়েচে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 09, 2016 1:23 PM IST