বুধবারের মধ্যে চিরুণি তল্লাশি শেষের সম্ভাবনা: পারিকর
Last Updated:
পাঠানকোট হামলার পর কেটে গিয়েছে প্রায় ৮০ ঘণ্টা ৷ খতম ছয় জঙ্গি ৷ লড়াই কার্যত শেষ কিন্তু ১০০ শতাংশ নিশ্চিত হতে এখনও পাঠানকোটে জারি ভারতীয় সেনার তল্লাশি অভিযান ৷ সেনা-জঙ্গি লড়াইয়ে ২০ জন জওয়ান আহত এবং ৭ জন বীর জওয়ান শহীদ হওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলনে মেনে নিলেন পাঠানকোট বিমানঘাঁটিতে নিরাপত্তায় ঘাটতি কিছুটা হলেও ছিল ৷ পাঠানকোটে মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর জানালেন, ‘আমি দেখেছি নিরাপত্তায় কিছু ঘাটতি ছিল। তবে তদন্তের পরেই এটা স্পষ্ট হবে।’
#পাঠানকোট : পাঠানকোট হামলার পর কেটে গিয়েছে প্রায় ৮০ ঘণ্টা ৷ খতম ছয় জঙ্গি ৷ লড়াই কার্যত শেষ কিন্তু ১০০ শতাংশ নিশ্চিত হতে এখনও পাঠানকোটে জারি ভারতীয় সেনার তল্লাশি অভিযান ৷ সেনা-জঙ্গি লড়াইয়ে ২০ জন জওয়ান আহত এবং ৭ জন বীর জওয়ান শহীদ হওয়ার পর প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলনে মেনে নিলেন পাঠানকোট বিমানঘাঁটিতে নিরাপত্তায় ঘাটতি কিছুটা হলেও ছিল ৷ পাঠানকোটে মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর জানালেন, ‘আমি দেখেছি নিরাপত্তায় কিছু ঘাটতি ছিল। তবে তদন্তের পরেই এটা স্পষ্ট হবে।’
বিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত পাঠানকোট বিমানঘাঁটিতে অন্তত ৩০০০ পরিবারের বাস ৷ এরই সঙ্গে বিমানঘাঁটিতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান ৷ সমস্ত কিছুকে বাঁচিয়ে জঙ্গিদের খতম করাটা ভারতীয় সেনাবাহিনীর কাছে ভীষণ চ্যালেঞ্জিং ছিল বলে জানান প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর ৷ ভারতীয় জওয়ানরা যেভাবে পরিস্থিতির মোকাবিলা করেছে ,তার জন্য প্রতিরক্ষামন্ত্রী সাধুবাদ দেন তাঁদের ৷ প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, এয়ারবেসের বিভিন্ন জায়গায় বিস্ফোরক জমা করেছে জঙ্গিরা ৷ সেই সব বিস্ফোরককে খুঁজে বের করে নিস্ক্রিয় করার জন্য চিরুণি তল্লাশি চালিয়ে যাচ্ছে সেনা ৷ জঙ্গিদের পাঁতা বুবি ট্র্যাপে প্রাণ যায় এএসজি লেফটেন্যান্ট কর্নেল৷ জঙ্গিদের কাছ থেকে যে সব অস্ত্র মিলেছে তা সবই পাকিস্তানি ৷ এতেই স্পষ্ট হয়েছে জঙ্গিদের পাক যোগ ৷ এই হামলায় জঙ্গিরা এ কে ৪৭-সহ অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার করেছে ৷ ৪০-৫০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বিমানঘাঁটি থেকে বলে জানান মনোহর পারিকর ৷ তাঁর আশা বুধবারের মধ্যেই কম্বিং অপারেশন শেষ করে বিমানঘাঁটিকে সঙ্কটমুক্ত ঘোষণা করা সম্ভব হবে ৷
advertisement
পাঠানকোটে সেনা-জঙ্গি লড়াইয়ে শহিদদের পরিবারকে সমবেদনা জানিয়ে মাথাপিছু ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন প্রতিরক্ষামন্ত্রী ৷ পাশাপাশি, আহতদের সমস্তরকম সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি৷
advertisement
Location :
First Published :
January 05, 2016 7:04 PM IST