#নয়াদিল্লি: করোনা মোকাবিলায় তৎপর সকলে৷ বিশিষ্টরা অনেকেই এগিয়ে এসেছেন, পাশা দাঁড়িয়েছেন সরকারের৷ করোনার জন্য তৈরি করা হয়েছে বিশেষ ফান্ড৷ যাতে অর্থ সাহায্য করছেন অনেকেই ৷ সাধারণ মানুষ থেকে তারকা, ব্যবসায়ী, অকেনেই ইতিমধ্যেই প্রধানমন্ত্রী এই রিলিফ ফান্ডে অনুদান দিয়েছেন৷ এবার সেই ত্রাণ তহবিলে ২৫ কোটি টাকা অনুদানের ঘোষণা করল পতঞ্জলি৷ মানুষের সাহায্যে তারা সবসময় সরকারের পাশে জানিয়েছেন পতঞ্জলির অন্যতম প্রতিষ্ঠাতা রামদেব৷ করোনা সঙ্গে মোকাবিলা করতে এভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দিল এই সংস্থা৷
তবে শুধু প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে টাকা দিয়েই নয়, নিজেদের ব্র্যান্ডের জিনিস সাধারণের জন্য সরবরাহ করা হবে এই লকডাউনে, এমনও ঘোষণা করা হয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় তারা স্পষ্ট করেছেন যে লকডাউনের সময় সাধারণের জীবনযাপনের জন্য পতঞ্জলির পণ্য পাওয়া যাবে দোকানে দোকানে৷ কোনও ভাবেই যাতে লকডাউনে সাধারণ মানুষ সমস্যায় না পড়েন, তার জন্যই এই ব্যবস্থা পতঞ্জলির৷
Patanjali to contribute Rs 25 crores to Prime Minister Narendra Modi ji’s initiative #PMCARES Fund: Yoga Guru Ramdev. #COVID19 pic.twitter.com/RWN6bFsZMh
— ANI (@ANI) March 30, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, COVID19, Patanjali, Ramdev