হোম /খবর /দেশ /
রামদেবের করোনা-ওষুধের বিস্তারিত তথ্য চাইল আয়ুষ মন্ত্রক, বিজ্ঞাপন বন্ধের নির্দেশ

Ramdev| রামদেবের করোনা-ওষুধের বিস্তারিত তথ্য চাইল আয়ুষ মন্ত্রক, বিজ্ঞাপন বন্ধেরও নির্দেশ

পতঞ্জলির করোনার ওষুধ

পতঞ্জলির করোনার ওষুধ

একই সঙ্গে আয়ুষ মন্ত্রক রামদেবের সংস্থাকে নির্দেশ দিয়েছে, যতক্ষণ না প্রয়োজনীয় সব পরীক্ষায় প্রমাণ হচ্ছে, এই ওষুধে করোনা সেরে যায়, তত দিন ওষুধটি নিয়ে কোনও রকম বিজ্ঞাপনী প্রচার করা যাবে না৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ৭ দিনের মধ্যে করোনা সারিয়ে দেবে৷ এমনই দাবি করে আজ অর্থাত্‍ সোমবার করোনার আয়ুর্বেদিক ওষুধ লঞ্চ করেছে যোগগুরু রামদেবের সংস্থা পতঞ্জলি আয়ুর্বেদ৷ পতঞ্জলির কাছ থেকে ওই আয়ুর্বেদিক ওষুধের বিস্তারিত তথ্য চাইল কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক৷ একই সঙ্গে আয়ুষ মন্ত্রক রামদেবের সংস্থাকে নির্দেশ দিয়েছে, যতক্ষণ না প্রয়োজনীয় সব পরীক্ষায় প্রমাণ হচ্ছে, এই ওষুধে করোনা সেরে যায়, তত দিন ওষুধটি নিয়ে কোনও রকম বিজ্ঞাপনী প্রচার করা যাবে না৷

পতঞ্জলি-র ওই ওষুধের নাম করোনিল৷ রামদেবের দাবি, দেশজুড়ে ২৮০ জন করোনা আক্রান্ত রোগীর শরীরে ট্রায়াল দিয়ে সাফল্য মিলেছে৷ করোনা কিট-সহ করোনিল নামক ওই ওষুধের দাম রাখা হয়েছে ৫৪৫ টাকা৷ এক সপ্তাহের মধ্যেই দেশজুড়ে মিলবে ওই ওষুধ৷

কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক সংস্থাকে নির্দেশ দিয়েছে, ওষুধটিতে কী কী উপাদান রয়েছে, রিসার্চের ফল, কোন কোন হাসপাতালে ট্রায়াল দেওয়া হয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য রেজিস্টার্ড ছিল কি না সংস্থা, ইনস্টিটিউশনাল এথিক্স কমিটির ছাড়পত্র আছে কি না, এই সব যাবতীয় বিষয় দেখা হবে৷ হরিদ্বারে তৈরি ওই আয়ুর্বেদিক ওষুধের লাইসেন্স ও অনুমোদন পত্রও চেয়েছে কেন্দ্র৷

বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO)ইতিমধ্যেই জানিয়েছে, করোনার চিকিত্‍সায় কোনও বিকল্প উপায়ের বৈজ্ঞানিক ভিত্তি নেই৷ যদিও রামদেবের দাবি, করোনিল ওষুধটি ক্লিনিক্যাল ট্রায়ালে ১০০ শতাংশ সফল হয়েছে৷

Published by:Arindam Gupta
First published:

Tags: Ayush Ministry, Corona Ayurvedic Medicine, Patanjali