দেরিতে চলছে উত্তরভারতগামী ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা
Last Updated:
উত্তরভারতগামী ট্রেন। দেরীতে আসায় পিছিয়ে যাচ্ছে ট্রেন ছাড়ার সময়ও। এক মাসের ওপর এভাবেই চরম ভোগান্তিতে হাওড়া, শিয়ালদহের যাত্রীরা।
#কলকাতা: উত্তরভারতগামী ট্রেন। দেরীতে আসায় পিছিয়ে যাচ্ছে ট্রেন ছাড়ার সময়ও। এক মাসের ওপর এভাবেই চরম ভোগান্তিতে হাওড়া, শিয়ালদহের যাত্রীরা। যদিও রেলের যুক্তি, উত্তর ভারতে রক্ষণাবেক্ষণের কাজ চলার কারণেই এই সমস্যা।
ট্রেন ছাড়ার সময় সকালে। অথচ বিকেল গড়িয়ে গেলেও ছাড়ছে না ট্রেন। কখনও আবার আগের দিনের ট্রেন ছাড়ছে পরের দিন। তারও অবশ্য কোনও নিশ্চয়তা নেই। এভাবেই গত এক-দেড় মাস ধরে চূড়ান্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে উত্তরভারতগামী ট্রেনের যাত্রীদের। একই অবস্থা উত্তর ভারত থেকে আসা ট্রেনের যাত্রীদেরও। ট্রেন আসতে দেরি করায়, ছাড়তেও সময় লেগে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।
advertisement
যেসব গুরুত্বপূর্ণ ট্রেন দেরিতে চলছে, সেগুলির মধ্যে অন্যতম
advertisement
- অমৃতসর মেল
- কুম্ভ এক্সপ্রেস
- বিভূতি এক্সপ্রেস
- বাগ এক্সপ্রেস
- পঞ্জাব মেল
এমনকি দেরিতে চলছে রাজধানী এক্সপ্রেসও
ঘণ্টার পর ঘণ্টা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকার কারণে চূড়ান্ত নাকাল হতে হয়েছে ট্রেনে থাকা যাত্রীদেরও।
যদিও রেল কর্তৃপক্ষের সাঁফাই, উত্তর রেলওয়ে এবং পূর্ব-মধ্য রেলওয়ের একাধিক জায়গায় লাইন সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণের কাজ চলার কারণেই এই সমস্যা।
advertisement
একের পর এক দুর্ঘটনা, যাত্রী নিরাপত্তাহীনতা, নানা অভিযোগে জেরবার রেল। চাপে পড়ে মন্ত্রীও বদলেছেন নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় নিজেদের পিঠ চাপড়াতেও পিছিয়ে নেইত রেল। কিন্তু পরিকাঠামোর দিক থেকে রেলের চাকা যে সেভাবে গড়াচ্ছে না, তা বার বারই প্রকাশ্যে আসছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 13, 2017 7:32 PM IST