বিরোধীরা 'দেশদ্রোহী' নয় প্রসঙ্গ, আডবাণীজি একদম ঠিক বলেছেন, প্রতিক্রিয়া মোদির
Last Updated:
বিজেপি-র প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীর এই বক্তব্যকে হাতিয়ার করে যখন সরব বিরোধীরা, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দলের প্রবীণ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বললেন, আডবাণী একদম ঠিক কথা বলেছেন৷
#নয়াদিল্লি: বিজেপি-র রাজনৈতিক প্রতিপক্ষকে কখনওই 'জাতীয়তাবাদ বিরোধী' তকমা দেওয়া উচিত নয়৷ বিজেপি-র প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীর এই বক্তব্যকে হাতিয়ার করে যখন সরব বিরোধীরা, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দলের প্রবীণ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বললেন, আডবাণী একদম ঠিক কথা বলেছেন৷
News18 Network-এর গ্রুপ এডিটর ইন চিফ রাহুল যোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্কারে আডবাণীর মত প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'আডবাণীজি বিজেপি-র একেবারে মূল আদর্শের কথাই বলেছেন৷ সেই আদর্শে আজও অবিচল রয়েছে বিজেপি৷'
#ModiSpeaksToNews18 - আমার লক্ষ্য মানুষের জীবনে উন্নয়ন নিয়ে আসা ৷ মানুষকে আরও সুযোগ-সুবিধা দেওয়া: @narendramodi @Network18Group Editor-In-Chief @18RahulJoshi-র মুখোমুখি নরেন্দ্র মোদি ৷ দেখুন পুরো সাক্ষাৎকার আজ সন্ধে ৭টা ৷https://t.co/zPkYB4bUtz
— News18Bangla (@News18Bengali) April 9, 2019
advertisement
advertisement
সম্প্রতি 'Nation First, Party Next, Self Last' শীর্ষক ব্লগে আডবাণী কার্যত মোদী-শাহকে মনে করিয়ে দেন, রাজনৈতিক বিরোধী মানেই দেশদ্রোহী নয়। রাজনৈতিক বিপক্ষ মানে শত্রু নয়। গণতান্ত্রিক মূল্যবোধ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে রক্ষা করার দায়িত্বও স্মরণ করিয়েছিলেন তিনি।
সেই প্রসঙ্গে মোদি বলেন, 'সব বিজেপি কর্মীই একই আদর্শ অনুসরণ করে৷ দেশ প্রথমে৷ দ্বিতীয় দল ও পরে ব্যক্তি৷ এমনকী জাতীয়তাবাদ ইস্যুতেও, এটাই আমাদের অবস্থান৷ সুতরাং আডবাণীজি একদম ঠিক কথা বলেছেন৷' তাঁর দাবি, জঙ্গিরা ও পাকিস্তান চায় মোদি হেরে যাক৷ বিরোধীরা জিতে যাক৷ বিজেপির প্রবীণ নেতা ও অর্থমন্ত্রী অরুণ জেটলি সম্প্রতি কংগ্রেসের ইশতাহারকে পাকিস্তানের ষড়যন্ত্র বলে কটাক্ষ করেছেন৷ মোদি বলেন, 'বিজেপি-র ভাবধারাকে একেবারে সঠিক ভাবে তুলে ধরেছেন আডবাণী৷ সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, একটি মন্ত্র, আগে দেশ, তারপর দল, তারপর ব্যক্তি৷ একজন বিজেপি কর্মী হিসেবে আমি গর্বিত৷'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 09, 2019 2:34 PM IST