ভোটপ্রচারে সেনার ছবি ব্যবহার বন্ধ করুন, কড়া নির্দেশ নির্বাচন কমিশনের

Last Updated:
#নয়াদিল্লি: ভোটপ্রচারে ব্যবহার করা হচ্ছে বীর সেনাদের ছবি ৷ বিশেষ করে উইং কমান্ডর অভিনন্দন বর্তমানের ছবি নিজেদের দলীয় ফেস্টুন বা প্ল্যকার্ডে ছাপিয়ে প্রচারে নামছেন অনেকেই ৷ আর এই কার্যকলাপ অবিলম্বে বন্ধ করার কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশন ৷ কোন দল বা ব্যক্তি নিজদের ভোট প্রচারে সেনার ছবি একেবারেই ব্যবহার করতে পারবে না বলেই জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন ৷ ২০১৩ সালে ভোটপ্রচারে এই বিধিনিষেধ আরোপ করেছিল কমিশন ৷ সেই নিষেধাজ্ঞার কথাই দলগুলিকে আরও একবার মনে করিয়ে দিল তারা ৷
আম আদমি পার্টির ভোটপ্রচারে ব্যবহর করা উইং কমান্ডর অভিনন্দন বর্তমানের ছবি ৷ আম আদমি পার্টির ভোটপ্রচারে ব্যবহর করা উইং কমান্ডর অভিনন্দন বর্তমানের ছবি ৷
বেশকিছু দল নিজেদের প্রচারে অভিনন্দন বর্তমানের ছবি ব্যবহার করতে শুরু করেছিল ৷ তার মধ্যে যেমন রয়েছে বিজেপি তেমনই দেখা গিয়েছে আম আদমি পার্টিকেও ৷ বায়ুসেনা বিমান নিয়ে পাক মাটিতে আছড়ে পড়েন অভিনন্দন এবং তার পর তাকে দেশে ফেরানো হয় ৷ বায়ুসেনার অফিসারের এই কাহিনী কোন সিনেমার প্লট থেকে কম রোমহর্ষক নয় ৷ উইং কমান্ডর অভিনন্দন এখন দেশবাসীর কাছে সম্ভবত সব থেকে বড় হিরো ৷ এই হিরোর গৌরবময় গাথাই নিয়েই নিজেদের ভোটপ্রচারে শান দিতে চাইছে রাজনৈতিক দলগুলি ৷ আর এতেই আপত্তি নির্বাচন কমিশনের ৷
advertisement
advertisement
সেনা দেশসেবার কাজে নিযুক্ত ৷ সেই সেন্টিমেন্ট কোনভাবেই  ভোটপ্রচারে কাজে লাগানো যাবে না ৷ দেশের সেনাবাহিনী সম্পূর্ণভাবে অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান ৷ তাই তাদের রাজনীতিতে ব্যবহার করা অপরাধ ৷ মত নির্বাচন কমিশনের ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ভোটপ্রচারে সেনার ছবি ব্যবহার বন্ধ করুন, কড়া নির্দেশ নির্বাচন কমিশনের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement