ভোটপ্রচারে সেনার ছবি ব্যবহার বন্ধ করুন, কড়া নির্দেশ নির্বাচন কমিশনের
Last Updated:
#নয়াদিল্লি: ভোটপ্রচারে ব্যবহার করা হচ্ছে বীর সেনাদের ছবি ৷ বিশেষ করে উইং কমান্ডর অভিনন্দন বর্তমানের ছবি নিজেদের দলীয় ফেস্টুন বা প্ল্যকার্ডে ছাপিয়ে প্রচারে নামছেন অনেকেই ৷ আর এই কার্যকলাপ অবিলম্বে বন্ধ করার কড়া নির্দেশ দিল নির্বাচন কমিশন ৷ কোন দল বা ব্যক্তি নিজদের ভোট প্রচারে সেনার ছবি একেবারেই ব্যবহার করতে পারবে না বলেই জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন ৷ ২০১৩ সালে ভোটপ্রচারে এই বিধিনিষেধ আরোপ করেছিল কমিশন ৷ সেই নিষেধাজ্ঞার কথাই দলগুলিকে আরও একবার মনে করিয়ে দিল তারা ৷
বেশকিছু দল নিজেদের প্রচারে অভিনন্দন বর্তমানের ছবি ব্যবহার করতে শুরু করেছিল ৷ তার মধ্যে যেমন রয়েছে বিজেপি তেমনই দেখা গিয়েছে আম আদমি পার্টিকেও ৷ বায়ুসেনা বিমান নিয়ে পাক মাটিতে আছড়ে পড়েন অভিনন্দন এবং তার পর তাকে দেশে ফেরানো হয় ৷ বায়ুসেনার অফিসারের এই কাহিনী কোন সিনেমার প্লট থেকে কম রোমহর্ষক নয় ৷ উইং কমান্ডর অভিনন্দন এখন দেশবাসীর কাছে সম্ভবত সব থেকে বড় হিরো ৷ এই হিরোর গৌরবময় গাথাই নিয়েই নিজেদের ভোটপ্রচারে শান দিতে চাইছে রাজনৈতিক দলগুলি ৷ আর এতেই আপত্তি নির্বাচন কমিশনের ৷
advertisement
advertisement
সেনা দেশসেবার কাজে নিযুক্ত ৷ সেই সেন্টিমেন্ট কোনভাবেই ভোটপ্রচারে কাজে লাগানো যাবে না ৷ দেশের সেনাবাহিনী সম্পূর্ণভাবে অরাজনৈতিক একটি প্রতিষ্ঠান ৷ তাই তাদের রাজনীতিতে ব্যবহার করা অপরাধ ৷ মত নির্বাচন কমিশনের ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 10, 2019 8:37 AM IST