১৮ নভেম্বর থেকে সংসদে শীতকালীন অধিবেশন, উঠতে পারে নাগরিক সংশোধনী বিল
Last Updated:
এবার শীতকালীন অধিবেশনে উঠতে পারে নাগরিক সংশোধনী বিল। আর তা নিয়ে উত্তপ্ত হতে পারে সভা।
#নয়াদিল্লি: ১৮ নভেম্বর থেকে সংসদে শুরু শীতকালীন অধিবেশন। এবারের অধিবেশনে ৩৫টি বিল আনতে চায় বিজেপি সরকার। তার মধ্যে রয়েছে নাগরিক সংশোধনী বিলটিও। তার আগে শনিবার সর্বদল বৈঠক ডাকেন অধ্যক্ষ ওম বিড়লা। ওই বৈঠকে আমন্ত্রিত ছিলেন লোকসভার দলীয় নেতারা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
১৮ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে শীতকালীন অধিবেশন। বৈঠকের পর প্রধানমন্ত্রী ট্যুইটারে লেখেন, "সব দলের সাংসদ ও নেতাদের সঙ্গে দারুণ আলোচনা হয়েছে। সংসদের অধিবেশন অত্যন্ত কার্যকরী হবে বলে আশা করছি"।
Had a wonderful interaction with leaders and MPs across party lines this evening. We look forward to a productive Parliament session, where people-centric and development oriented issues would be discussed. pic.twitter.com/EsNze39bSA
— Narendra Modi (@narendramodi) November 16, 2019
advertisement
advertisement
এবার শীতকালীন অধিবেশনে উঠতে পারে নাগরিক সংশোধনী বিল। আর তা নিয়ে উত্তপ্ত হতে পারে সভা। বিলটির বিরোধিতা করবে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। এই বিল অনুযায়ী, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আগত সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন ও খৃষ্ট্রান পাবেন না গরিকত্ব।
এছাড়াও এই অধিবেশনমে উঠবে ই-সিগারেট ও কর্পোরেট ট্যাক্স সংক্রান্ত অর্ডিন্যান্স বিল। সেই সঙ্গে তোলা হতে পারে ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিলটিও।
Location :
First Published :
November 17, 2019 9:48 AM IST