#Article 370 : এবার লোকসভাতেও পাশ জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল, রাজ্য থেকে কাশ্মীর এখন কেন্দ্রশাসিত অঞ্চল

Last Updated:

বিলের পক্ষে ভোট পড়েছে ৩৬৬টি, বিপক্ষে ৬৬টি ভোট ৷

#নয়াদিল্লি: রাজ্যসভার পর লোকসভাতেও পাশ হয়ে গেল জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল ৷ সংসদের সিলমোহর। সোমবার রাজ্যসভার পর মঙ্গলবার লোকসভাতেও পাস হয়ে গেল ৩৭০ ধারা বাতিলের প্রস্তাব এবং জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল। এই বিলের পক্ষে ভোট দিয়েছেন ৩৬৬ জন সাংসদ। বিপক্ষে মাত্র ৬৬।
এরপরই বিজেপির বিভিন্ন দফতরে উ‍ৎসবের মেজাজ। এই পুনর্গঠন বিল অনুযায়ী, রাজ্যের তকমা খোয়াচ্ছে জম্মু-কাশ্মীর। জম্মু-কাশ্মীর ভেঙে তৈরি হবে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। জম্মু-কাশ্মীর এবং লাদাখ। দিল্লি মডেলে, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরে থাকবে বিধানসভা। লাদাখে বিধানসভা থাকবে না। ৩৭০ ধারা বাতিল হওয়ায় বিশেষ মর্যাদাও খোয়াল কাশ্মীর।
রাজ্যসভায় পাস হয়ে যাওয়ার পর আজ লোকসভায় বিল পেশ হয়। ভোটাভুটির আগে চলে তীব্র বিতর্ক ৷ আলোচনায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। অধিবেশন থেকে ওয়াকআউট করেন তৃণমূল সাংসদরা।
advertisement
advertisement
সোমবার বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বদলে গেল জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা ৷ ৬৯ বছর পর রদ ৩৭০ ধারা এবং ৩৫এ ৷ বিশেষ রাজ্যের মর্যাদা হারাল জম্মু ও কাশ্মীর ৷ একইসঙ্গে কাশ্মীর থেকে ভেঙে আলাদা করে দেওয়া হল লাদাখকে। দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে জম্মু- কাশ্মীর ও লাদাখ। জম্মু-কাশ্মীর ও লাদাখ - দু’টি জায়গাতেই থাকবেন লেফটেন্যান্ট গভর্নর৷
advertisement
কেন্দ্রের জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে বিভক্ত বিরোধীপক্ষ। খোদ কংগ্রেসই ৩৭০ নিয়ে দ্বিধাবিভক্ত । আজ লোকসভায় যেমন কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি ৷ এবার কেন্দ্রের এই সিদ্ধান্তকে সমর্থন করে ট্যুইট করেছেন কংগ্রেসের প্রথম সারির নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। একদিকে বেঁফাস অধীর। অন্যদিকে ড্যামেজ কন্ট্রোলে রাহুলের টুইট। তাতেও ৩৭০ ধারার বিরোধিতায় স্পষ্ট নেতাহীন কংগ্রেস। ইতিমধ্যে মোদি সরকারকে সমর্থনের তালিকা বেশ লম্বা হয়েছে। হতাশ গুলাম নবি আজাদের মন্তব্য, যাঁরা ইতিহাস জানেন না, তাঁদের আর কী বলা যাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
#Article 370 : এবার লোকসভাতেও পাশ জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল, রাজ্য থেকে কাশ্মীর এখন কেন্দ্রশাসিত অঞ্চল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement