Parliament Session: তৃণমূলের মহিলা সাংসদদের উপরে ‘হামলা’র অভিযোগ..‘কণ্ঠরোধের চেষ্টা,’ দাবি মিতালি বাগের

Last Updated:

অন্যদিকে, বিল পেশের পরেই তুমুল বিক্ষোভ শুরু হয় সংসদে৷ লোকসভায় বিরোধী সাংসদেরা বুধবার তিনটি বিলের কপি ছিঁড়ে কাগজের টুকরো ছুঁড়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে। পরে হট্টগোলের মধ্যেই অধ্যক্ষ ওম বিড়লা সংসদ মুলতবি করে দেন।

News18
News18
নয়াদিল্লি: গুরুত্বপূর্ণ দোষে অভিযুক্ত প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী ৩০ দিন জেলে থাকলে, তাঁকে যথাক্রমে রাষ্ট্রপতি এবং সেই রাজ্যের রাজ্যপাল তাঁদের পদ থেকে সরিয়ে দিতে পারবেন৷ এই সংবিধান সংশোধনী বিল, ২০২৫ বুধবার লোকসভায় পেশ করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এই বিল নিয়ে ইতিমধ্যেই সংসদের বাইরে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা৷ লোকসভা বিল পেশ হতেই তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেসের মণীশ তিওয়ারি, কে সি বেণুগোপাল এবং আসাদউদ্দিন ওয়েসিরা৷
লোকসভায় বিল পেশের পরপরই ওয়েলে নেমে বিক্ষোভ দেখান শতাব্দী রায়, মিতালি বাগের মতো সাংসদেরা৷ সেই সময়ে, তাঁদের উপরে বিজেপি সাংসদেরা ‘হামলা’ চালায় বলে অভিযোগ৷ মিতালি অভিযোগ তুলে বলেন, ‘‘বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করতে এরকম করা হচ্ছে৷’’ তাঁর অভিযোগ, কিরেন রিজিজু এবং সাংসদ নবনীত সিং বিট্টু তাঁদেরকে ওয়েলে রীতিমতো ধাক্কা দেন৷
advertisement
advertisement
অন্যদিকে, বিল পেশের পরেই তুমুল বিক্ষোভ শুরু হয় সংসদে৷ লোকসভায় বিরোধী সাংসদেরা বুধবার তিনটি বিলের কপি ছিঁড়ে কাগজের টুকরো ছুঁড়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে। পরে হট্টগোলের মধ্যেই অধ্যক্ষ ওম বিড়লা সংসদ মুলতবি করে দেন।
advertisement
এদিন সংবিধান সংশোধনী বিল, ২০২৫ এর বিরোধিতা করে লোকসভা বিরোধী সাংসদ আসাদউদ্দিন ওয়েসি বলেন, এই বিল ক্ষমতার পৃথকীকরণ এবং সাধারণ মানুষের ভোটে সরকার নির্বাচনের প্রাথমিক অধিকারে হস্তক্ষেপ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Parliament Session: তৃণমূলের মহিলা সাংসদদের উপরে ‘হামলা’র অভিযোগ..‘কণ্ঠরোধের চেষ্টা,’ দাবি মিতালি বাগের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement