Parliament Monsoon Session: সংসদে বিরোধীদের অনাস্থার 'ব্যাটিং-ঝড়' তুলতে পারেন রাহুল, পাল্টা বৈঠকে BJP-ও

Last Updated:

Parliament Monsoon Session: বিরোধীদের তরফে অর্থাৎ ইন্ডিয়া জোটের তরফে সংসদে এদিন সম্ভবত প্রথম বক্তা হতে পারেন রাহুল গান্ধি নিজেই

রাহুল গান্ধি
রাহুল গান্ধি
নিউ দিল্লি: ৪ মাস পরে সংসদে ফিরলেন রাহুল গান্ধি। উজ্জীবিত কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের বাকি দলগুলি। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকারের বিরুদ্ধে লোকসভায় আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হবে আজ থেকে। জানা যাচ্ছে, বিরোধীদের তরফে অর্থাৎ ইন্ডিয়া জোটের তরফে সংসদে এদিন সম্ভবত প্রথম বক্তা হতে পারেন রাহুল গান্ধি নিজেই। আজ থেকে শুরু হওয়া অনাস্থা প্রস্তাবে কেন্দ্রের তরফেও একাধিক মন্ত্রী বক্তব্য রাখতে পারেন।
বুধবার সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ইস্যুতে বক্তব্য রাখতে পারেন। বর্তমান মেয়াদে মোদি সরকারের বিরুদ্ধে এটিই প্রথম অনাস্থা প্রস্তাব। ২০১৮ সালের শুরুতে, মোদি সরকারের আগের মেয়াদে একবার অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। এদিন দুপুর ১২টা থেকে অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনা শুরু হবে চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। বুধবারও দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আলোচনা হবে।
advertisement
advertisement
সূত্র মারফত জানা যাচ্ছে, বৃহস্পতিবার সম্ভবত বিকেল ৪টে বিতর্কের উত্তর দিতে পারেন প্রধানমন্ত্রী মোদি। আলোচনা শুরু করার জন্য কংগ্রেসের গৌরব গগৈয়ের নোটিশ গ্রহণ করা হয়েছে। তবে তাঁর জায়গায় সম্ভবত রাহুল গান্ধি বিরোধীদের তরফে প্রথম বক্তা হতে পারেন। অন্যদিকে, অধিবেশন শুরু করার আগে বিশেষ বৈঠকে বিজেপি। সেখানে দলের রণকৌশল এবং অবস্থান ঠিক করা হতে পারে বলে খবর।
advertisement
গত ২৬ জুলাই লোকসভায় বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলির আনা অনাস্থা প্রস্তাব গ্রহণ করেছিল। কেন্দ্রের শাসকদল বিজেপি লোকসভা সাংসদদের ৭ অগাস্ট থেকে ১১ অগাস্ট পর্যন্ত হাউসে উপস্থিত থাকতে বলে হুইপ জারি করেছে। জানা গিয়েছে, এনডিএ-র তরফে শ্রীকান্ত শিন্ডে, রাহুল শেওয়ালে, চিরাগ পাসওয়ান বক্তব্য রাখতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Parliament Monsoon Session: সংসদে বিরোধীদের অনাস্থার 'ব্যাটিং-ঝড়' তুলতে পারেন রাহুল, পাল্টা বৈঠকে BJP-ও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement