Parliament Monsoon Session: অনাস্থার আগেই যেন বুঝিয়ে দিলেন সংখ্যার হিসাব! BJP সাংসদের সঙ্গে ছবি মোদির
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
- Written by:Rajib Chakraborty
Last Updated:
Parliament Monsoon Session: এদিন বৈঠকের পরে সেই ছবি ট্যুইট করেন প্রধানমন্ত্রী মোদি। কার্যত ছবির মাধ্যমেই যেন সংখ্যার হিসেব বুঝিয়ে দিলেন তিনি
নিউ দিল্লি: এদিন সাংসদে অনাস্থা প্রস্তাবের আগে বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি-সহ বিজেপির শীর্ষ নেতারা। আগামী কয়েকদিনে সংসদের দুই কক্ষের রণকৌশল ঠিক করতেই মূলত এই বৈঠক। এদিন বৈঠকের পরে সেই ছবি ট্যুইট করেন প্রধানমন্ত্রী মোদি। কার্যত ছবির মাধ্যমেই যেন সংখ্যার হিসেব বুঝিয়ে দিলেন তিনি।
Attended the @BJP4India Parliamentary Party meeting earlier today. pic.twitter.com/woSH3tIKxE
— Narendra Modi (@narendramodi) August 8, 2023
advertisement
সূত্রের খবর, এদিন বিজেপির সংসদীয় দলের বৈঠকে ২০১৮ সালের তাঁর নিজের একটি ভাষণের উল্লেখ করেছেন মোদি। যেখানে তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেছিলেন ২০২৩ সালে অনাস্থা প্রস্তাব আনবেন বিরোধীরা।
advertisement
সংসদীয় দলের বৈঠকে বিরোধীদের জোট ইন্ডিয়াকে ‘ঘমন্ডিয়া’ বলে কটাক্ষ করেছেন মোদি। এছাড়াও বিরোধীদের অনাস্থা প্রস্তাব প্রসঙ্গে আজ দলীয় সাংসদদের মোদি বলেছেন, ‘বিরোধীরা নিজেরাই অবিশ্বাসে ভুগছেন। তাই সংসদীয় অনস্থা প্রস্তাব এনেছেন।’
অনাস্থা প্রস্তাবের দিন এদিন সকাল উত্তাল সংসদের দুই কক্ষ। দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন ইন্ডিয়া জোটের সাংসদরা। রাজ্যসভায় উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তারপরেই বাদল অধিবেশনে সাসপেন্ড হয়ে গেলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন। জানা গিয়েছে, অশোভন মূলক আচরণের জন্য সাসপেন্ড করা হয়েছে ডেরেক ও ব্রায়েনকে।
advertisement
লোকসভায় অনাস্থা প্রস্তাবের উপর দুই দিনে আলোচনার জন্য মোট ১৬ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। এতে YSRCP-কে ২৯ মিনিট, শিবসেনাকে ২৪ মিনিট, JDU-কে ২১ মিনিট, BSP-কে ১২ মিনিট, LJSP-কে ৮ মিনিট সময় দেওয়া হয়েছে। বাকি এনডিএ-পন্থী দল এবং নির্দল সাংসদরা ১৭ মিনিট সময় পাবেন। এতে AIDMK, AJSU, MNF, NPP, SKM-এর মতো দল রয়েছে। এসপি, এনসিপি, সিপিআই, টিডিপি, জেডিএস, শিরোমনি আকালি দল, আম আদমি পার্টির মতো দলগুলিকে একসঙ্গে ৫২ মিনিট সময় দেওয়া হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 08, 2023 2:09 PM IST