দ্বিতীয় দিনেও অচল সংসদ
Last Updated:
বাজেট অধিবেশনের দ্বিতীয় ভাগও কী নিস্ফলাই থাকবে? প্রথম ২ দিনেই সেই সম্ভাবনাই স্পষ্ট। মঙ্গলবারও উত্তরাখণ্ড নিয়ে বিরোধীদের প্রবল হই হট্টগোলে দফায় দফায় মুলতুবি হয়ে গেল সংসদের দুই কক্ষের অধিবেশন। প্রথম ভাগে দুই কক্ষ মিলিয়ে ১ ঘণ্টাও কাজ হয়নি। লোকসভায় কংগ্রেসের দাবি মেনে উত্তরাখণ্ড নিয়ে আলোচনাতেও সম্মত হয়েছিলেন স্পিকার সুমিত্রা মহাজন। তবে ১৭ এ ধারায় আলোচনায় রাজি না হলে সংসদ চলতে দিতে নারাজ বিরোধীরা। মঙ্গলবার লোকসভা ও বিধানসভায় কানহাইয়া কুমারের শাস্তি নিয়েও আলোচনার দাবি জানান বামেরা। তবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিষয় বলে তাতে সম্মতি দেননি স্পিকার সুমিত্রা মহাজন।
#নয়াদিল্লি: বাজেট অধিবেশনের দ্বিতীয় ভাগও কী নিস্ফলাই থাকবে? প্রথম ২ দিনেই সেই সম্ভাবনাই স্পষ্ট। মঙ্গলবারও উত্তরাখণ্ড নিয়ে বিরোধীদের প্রবল হই হট্টগোলে দফায় দফায় মুলতুবি হয়ে গেল সংসদের দুই কক্ষের অধিবেশন। প্রথম ভাগে দুই কক্ষ মিলিয়ে ১ ঘণ্টাও কাজ হয়নি। লোকসভায় কংগ্রেসের দাবি মেনে উত্তরাখণ্ড নিয়ে আলোচনাতেও সম্মত হয়েছিলেন স্পিকার সুমিত্রা মহাজন। তবে ১৭ এ ধারায় আলোচনায় রাজি না হলে সংসদ চলতে দিতে নারাজ বিরোধীরা। মঙ্গলবার লোকসভা ও বিধানসভায় কানহাইয়া কুমারের শাস্তি নিয়েও আলোচনার দাবি জানান বামেরা। তবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিষয় বলে তাতে সম্মতি দেননি স্পিকার সুমিত্রা মহাজন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 26, 2016 2:04 PM IST