Vice President Election Update: ইভিএম নয়, রাষ্ট্রপতি- উপরাষ্ট্রপতি ভোটে এখনও কেন ব্যবহার করা হয় কাগজের ব্যালট?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনেও ইভিএম-এর ব্যবহারের দাবি উঠেছে৷ ইভিএম ব্যবহার করা হলে ভোটদান প্রক্রিয়া এবং ভোট গণনায় গতি আসবে বলেও সওয়াল করা হয়েছে৷
দেশের নতুন উপরাষ্ট্রপতি কে হবেন, তা বেছে নিতে সংসদে চলছে ভোটগ্রহণ৷ লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা ভোট দিয়ে জগদীপ ধনখড়ের উত্তরসূরিকে বেছে নেবেন৷ তবে ইভিএম নয়, ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে এখনও ব্যবহার করা হয় কাগজের ব্যালট৷
ভোট শেষ হলে এই একটি একটি করে ব্যালট পেপার গুনেই ভোটের ফল ঘোষণা করা হয়৷ ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা, গোপনীয়তা এবং গুরুত্ব যাতে রক্ষা করা যায়, তা নিশ্চিত করতে সংবিধানেই কাগজের ব্যালট ব্যবহার করে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার কথা বলা হয়েছে৷
ভারতের সংবিধান এবং দেশের নির্বাচন কমিশনের বিধিতেই রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে গোপনে ভোট দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে৷ সংবিধানের ৫৪ নম্বর ধারা এবং রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী কাগজের ব্যালটে রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি পদে নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নেন সাংসদ এবং বিধায়করা৷
advertisement
advertisement
মূলত ভোটদানে গোপনীয়তা রক্ষা করতেই এখনও রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে কাগজের ব্যালটের উপরে ভরসা রাখা হয়৷ ইভিএম-এর ক্ষেত্রে এই গোপনীয়তা নিয়ে গোটা বিশ্বেই এখনও প্রশ্নচিহ্ন রয়েছে৷
তাছাড়া ভারতে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটারদের নিজেদের প্রথম, দ্বিতীয় পছন্দের প্রার্থীকে, ভোট দেওয়ার সময় তা উল্লেখ করতে হয়৷ যা ইভিএম-এ সম্ভব নয়৷ ভোট গণনা নিয়ে কোনও বিতর্ক হলে কাগজের ব্যালটে ফের গণনা এবং ভুল সংশোধন সম্ভব৷ দীর্ঘ কয়েক দশক ধরে ভারতে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচনে এখনও কাগজের ব্যালটে ভোটদানকেই নিরাপদ এবং স্বচ্ছ বলে ভরসা রাখা হয়৷
advertisement
তবে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনেও ইভিএম-এর ব্যবহারের দাবি উঠেছে৷ ইভিএম ব্যবহার করা হলে ভোটদান প্রক্রিয়া এবং ভোট গণনায় গতি আসবে বলেও সওয়াল করা হয়েছে৷ ইভিএমে ভোটদান এবং গণনাকে বেশি স্বচ্ছ বলেও দাবি করেছেন অনেক সাংসদ, বিধায়ক এবং বিশেষজ্ঞরা৷
যদিও কাগজের ব্যালটের বদলে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচনে ইভিএম ব্যবহার করতে গেলে আইনের সংশোধন করতে হবে৷ যার জন্য সংসদে নতুন সংশোধনী বিল আনতে হবে৷ যে উদ্যোগ এখনও নেওয়া হয়নি৷ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদের নির্বাচনের জন্য ইভিএম-এর ব্যবহারকে ঝুঁকিপূর্ণ বলেও মনে করা হয়৷ এই ধরনের একাধিক কারণেই এখনও ভারতে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি ভোট হচ্ছে কাগজের ব্যালট ব্যবহার করেই৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 09, 2025 5:42 PM IST