Vice President Election Update: ইভিএম নয়, রাষ্ট্রপতি- উপরাষ্ট্রপতি ভোটে এখনও কেন ব্যবহার করা হয় কাগজের ব্যালট?

Last Updated:

রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনেও ইভিএম-এর ব্যবহারের দাবি উঠেছে৷ ইভিএম ব্যবহার করা হলে ভোটদান প্রক্রিয়া এবং ভোট গণনায় গতি আসবে বলেও সওয়াল করা হয়েছে৷

রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য তৈরি করা হয় নতুন ব্যালট বাক্সও৷ ছবি- পিটিআই
রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য তৈরি করা হয় নতুন ব্যালট বাক্সও৷ ছবি- পিটিআই
দেশের নতুন উপরাষ্ট্রপতি কে হবেন, তা বেছে নিতে সংসদে চলছে ভোটগ্রহণ৷ লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা ভোট দিয়ে জগদীপ ধনখড়ের উত্তরসূরিকে বেছে নেবেন৷ তবে ইভিএম নয়, ভারতের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে এখনও ব্যবহার করা হয় কাগজের ব্যালট৷
ভোট শেষ হলে এই একটি একটি করে ব্যালট পেপার গুনেই ভোটের ফল ঘোষণা করা হয়৷ ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা, গোপনীয়তা এবং গুরুত্ব যাতে রক্ষা করা যায়, তা নিশ্চিত করতে সংবিধানেই কাগজের ব্যালট ব্যবহার করে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার কথা বলা হয়েছে৷
ভারতের সংবিধান এবং দেশের নির্বাচন কমিশনের বিধিতেই রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে গোপনে ভোট দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে৷ সংবিধানের ৫৪ নম্বর ধারা এবং রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী কাগজের ব্যালটে রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি পদে নিজেদের পছন্দের প্রার্থীকে বেছে নেন সাংসদ এবং বিধায়করা৷
advertisement
advertisement
মূলত ভোটদানে গোপনীয়তা রক্ষা করতেই এখনও রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনে কাগজের ব্যালটের উপরে ভরসা রাখা হয়৷ ইভিএম-এর ক্ষেত্রে এই গোপনীয়তা নিয়ে গোটা বিশ্বেই এখনও প্রশ্নচিহ্ন রয়েছে৷
তাছাড়া ভারতে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটারদের নিজেদের প্রথম, দ্বিতীয় পছন্দের প্রার্থীকে, ভোট দেওয়ার সময় তা উল্লেখ করতে হয়৷ যা ইভিএম-এ সম্ভব নয়৷ ভোট গণনা নিয়ে কোনও বিতর্ক হলে কাগজের ব্যালটে ফের গণনা এবং ভুল সংশোধন সম্ভব৷ দীর্ঘ কয়েক দশক ধরে ভারতে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচনে এখনও কাগজের ব্যালটে ভোটদানকেই নিরাপদ এবং স্বচ্ছ বলে ভরসা রাখা হয়৷
advertisement
তবে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচনেও ইভিএম-এর ব্যবহারের দাবি উঠেছে৷ ইভিএম ব্যবহার করা হলে ভোটদান প্রক্রিয়া এবং ভোট গণনায় গতি আসবে বলেও সওয়াল করা হয়েছে৷ ইভিএমে ভোটদান এবং গণনাকে বেশি স্বচ্ছ বলেও দাবি করেছেন অনেক সাংসদ, বিধায়ক এবং বিশেষজ্ঞরা৷
যদিও কাগজের ব্যালটের বদলে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচনে ইভিএম ব্যবহার করতে গেলে আইনের সংশোধন করতে হবে৷ যার জন্য সংসদে নতুন সংশোধনী বিল আনতে হবে৷ যে উদ্যোগ এখনও নেওয়া হয়নি৷ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদের নির্বাচনের জন্য ইভিএম-এর ব্যবহারকে ঝুঁকিপূর্ণ বলেও মনে করা হয়৷ এই ধরনের একাধিক কারণেই এখনও ভারতে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি ভোট হচ্ছে কাগজের ব্যালট ব্যবহার করেই৷
বাংলা খবর/ খবর/দেশ/
Vice President Election Update: ইভিএম নয়, রাষ্ট্রপতি- উপরাষ্ট্রপতি ভোটে এখনও কেন ব্যবহার করা হয় কাগজের ব্যালট?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement