আধার-প্যান কার্ড সংযোগের সময়সীমা বাড়ানোর ঘোষণা অর্থমন্ত্রীর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
আধার-প্যান লিঙ্কের সময়সীমা বাড়ানো হল
#নয়াদিল্লি: ভারতের মাটিতে নিজের আধিপত্য বিস্তার করেই চলেছে নোভেল করোনা ভাইরাস। বাড়ছে আক্রান্ত, মৃত্যুর সংখ্যা। সংক্রমণ রুখতে দেশের একটা বড় অংশ লকডাউন। দেশজুড়ে এই ‘জরুরী অবস্থা’র মধ্যেই আয়কর ক্ষেত্রে ছাড় এবং জিএসটি-তে ছাড়ের কথা ঘোষণা করল কেন্দ্র ৷
মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাংবাদিক সম্মেলনে জানান, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই আয়কর ক্ষেত্রে ছাড়, জিএসটিতে ছাড় দেওয়া হবে ৷ পাশাপাশি আয়কর রিটার্নের সময়সীমাও বাড়ানো হয়েছে ৷ ১৮-১৯ অর্থবর্ষের আয়করের রিটার্নের সময়সীমা বেড়ে হল ৩০ জুন ৷ আয়করের ক্ষেত্রে দেরিতে রিটার্নে ৯% সুদ ৷ আয়করের ক্ষেত্রে ১২ থেকে কমে সুদ দাঁড়াল ৯% ৷ এছাড়া দেরিতে টিডিএসে সুদ ৯% করা হয়েছে ৷ টিডিএসের ক্ষেত্রে ১৮ শতাংশ থেকে কমে সুদ হল ৯% ৷
advertisement
এছাড়া আধার-প্যান লিঙ্কের সময়সীমাও বাড়ানো হল ৷ সময়সীমা বেড়ে ৩০ জুন করা হয়েছে ৷ এপ্রিল-জুন মাসের GST জুনেও দেওয়া যাবে ৷ মার্চ-মে জিএসটি দেওয়া যাবে জুনে ৷ দেরিতে জিএসটিতে দিলে জরিমানা হবে না ৷ জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ আধার-প্যান কার্ড সংযুক্তিকরণের মেয়াদ বেড়ে হল ৩০ জুন ২০২০। যার শেষ তারিখ ছিল ৩১ মার্চ।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 24, 2020 3:09 PM IST