পাম্পোরে অব্যাহত সেনা-জঙ্গি গুলির লড়াই, খতম ১ জঙ্গি

Last Updated:

পাম্পোরে টানা তৃতীয় দিনেও গুলির লড়াই অব্যাহত ৷ ৪৮ ঘণ্টা ধরে শ্রীনগর থেকে ১৫ কিলোমিটার ধুরে পাম্পোরের একটি সরকারি ভবনে লুকিয়ে রয়েছে জঙ্গিরা ৷

#জম্মু: পাম্পোরে টানা তৃতীয় দিনেও গুলির লড়াই অব্যাহত ৷ ৪৮ ঘণ্টা ধরে শ্রীনগর থেকে ১৫ কিলোমিটার ধুরে পাম্পোরের একটি সরকারি ভবনে লুকিয়ে রয়েছে জঙ্গিরা ৷ এখনও ২ জঙ্গি লুকিয়ে রয়েছে বলে অনুমান ৷ ইডিআই ভবনে চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই ৷ ১ জঙ্গিকে গুলি করে খতম করেছে সেনা বাহিনী বলে জানিয়েছে এক পুলিশ আধিকারিক ৷
ইডিআই ভবন লুকিয়ে থাকা জঙ্গিদের খতম করতে এখনও পর্যন্ত ব্যবহার করা হয়েছে ৫০ টি রকেট, মেশিন গান ও বিস্ফোরক ৷ ক্রমাগত সংঘর্ষের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বিল্ডিংয়ের বেশিরভাগ অংশই।
সোমবার সেনা-জঙ্গি সংঘর্ষে আহত হন এক সেনা জওয়ান ৷ সোমবার সকালে পাম্পোরের সেমপোরার এন্টাপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্ট ইন্সটিউটে হামলা চালায় জঙ্গিরা। সেনা জওয়ানদের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। সেনার অনুমান, হামলাকারীরা সংখ্যায় দুই থেকে চার জন ছিল ৷ ইডিআই ভবন ও সংলগ্ন এলাকা ঘিরে রেখেছে সেনাবাহিনী ৷
advertisement
advertisement
গত ফেব্রুয়ারি মাসেই জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর টানা ৪৮ ঘণ্টার লড়াই দেখেছিল পাম্পোরের সেমপোরা। সোমবার ফিরে এল সেই ছবি। এদিন সকালে আচমকাই ঝিলমের ধারে, এন্টাপ্রেনিয়ারশিপ ডেভেলপমেন্ট ইন্সটিউটের একটি অংশে আগুন ও কালো ধোঁয়া দেখতে পান এক কর্মী। খবর পেয়ে ক্যাম্পাসে যান নিরাপত্তারক্ষী ও সেনা জওয়ানরা। শুরু হয় গুলির লড়াই।
জঙ্গিরা আইইডি বিস্ফোরণও ঘটায়। তার জেরে আগুন ধরে যায় শিক্ষা প্রতিষ্ঠানের একটি অংশে। জওয়ানদের পালটা লড়াইয়ে শেষপর্যন্ত কোণঠাসা হয়ে পড়ে হামলাকারীরা। তারা নদীর ধারের দিকের ঘরে আশ্রয় নেয়। তবে, জলপথে জঙ্গিরা পালাতে পারে এই আশঙ্কায় গোটা এলাকা ঘিরে ফেলে বাহিনী। শুরু হয় তল্লাশি।
বাংলা খবর/ খবর/দেশ/
পাম্পোরে অব্যাহত সেনা-জঙ্গি গুলির লড়াই, খতম ১ জঙ্গি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement