পাম্পোরের ইডিআই ভবনে সেনা অভিযান শেষ

Last Updated:

দীর্ঘ ৬০ ঘণ্টার গুলির লড়াইয়ে পর পাম্পোরের ইডিআই ভবনে শেষ সেনা অভিযান ৷

#জম্মু: দীর্ঘ ৬০ ঘণ্টার গুলির লড়াইয়ে পর পাম্পোরের ইডিআই ভবনে শেষ সেনা অভিযান ৷ বুধবার ২ জঙ্গিকে খতম করেছে সেনা ৷ ইডিআই ভবনের দখল নিল ভারতীয় সেনা ৷ চলছে তল্লাশির কাজ, হাজির বম্ব স্কোয়াডও ৷
সোমবার শ্রীনগর থেকে ১৫ কিলোমিটার ধুরে পাম্পোরের একটি সরকারি ভবনে সোমবার আচমকা হামলা চালায় জঙ্গিরা ৷ উপত্যকায় অশান্তির জেরে চলতি বছরের জুলাই মাস থেকে বন্ধ রাখা হয়েছিল এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের বিল্ডিংটি ৷ হোস্টেলের ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে সন্দেহ হয় হয় সেখানকার এক কর্মীর ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সেনা বাহিনী ৷ শুরু হয় সেনা-জঙ্গি সংঘর্ষ ৷  বিল্ডিংয়ের ভিতর লুকিয়ে থাকা জঙ্গিদের উপর নজরদারি চালানোর জন্য ব্যবহার করা হয় ড্রোন ও হেলিকপ্টার ৷ প্রথম দিনই সেনা জঙ্গি সংঘর্ষে গুরুতর আহত হয়ে পড়েন এক সেনা জওয়ান ৷
advertisement
গত ফেব্রুয়ারি মাসেই জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর টানা ৪৮ ঘণ্টার লড়াই দেখেছিল পাম্পোরের সেমপোরা।
advertisement
মঙ্গলবার, অন্যদিকে সোপিয়ানে CRPF কনভয়ে গ্রেনেড হামলা চালাল জঙ্গিরা ৷  ঘটনায় আহত হয়েছেন ৮ জন ৷ তাদের মধ্যে ৩ CRPF জওয়ান ও পাঁচজন সাধারণ নাগরিক ৷ টহলদারি দেওয়ার সময় আচমকা CRPF-দের লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়া হয় ৷
advertisement
পাক অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের  প্রতিশোধ নিতে মরিয়া জঙ্গিরা ৷ তাই জনবহুল এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
পাম্পোরের ইডিআই ভবনে সেনা অভিযান শেষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement