নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট জাল করতে পারবে না পাকিস্তান
Last Updated:
নতুন নোটের বিষয়ে বলা হচ্ছে যে নোটগুলি যতেষ্ট সুরক্ষিত ৷ কারণ এই নোটগুলি কপি করে জাল নোট বানানো প্রায় অসম্ভব ৷
#নয়াদিল্লি: বৃহস্পতিবার বাজারে এসে গিয়েছে নতুন নোট ৷ নতুন নোটের বিষয়ে বলা হচ্ছে যে নোটগুলি যতেষ্ট সুরক্ষিত ৷ কারণ এই নোটগুলি কপি করে জাল নোট বানানো প্রায় অসম্ভব ৷ সূত্রের খবর নতুন ৫০০ ও ২০০০ টাকার নোটের ক্ষেত্রে এতটাই সতর্কতা নেওয়া হয়েছে যে পাকিস্তানও নতুন নোটের জাল করতে পারবেন না ৷
একজন উচ্চপদস্থ সরকারি আধিকারিক জানিয়েছেন, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা RAW, ইনটেলিজ়েন্স ব্যুরো এবং ডিরেক্টরেট অফ রেভেনিউ ইনটেলিজেন্স গত ছ’মাস ধরে গোপনে নতুন নোটগুলি পরীক্ষা করেছে ৷ পরীক্ষা করার পর তারা জানিয়েছেন যে এই নোটগুলিকে সুরক্ষিত রাখার জন্য যে ফিতার্স ব্যবহার করা হয়েছে তা নকল করা প্রায় অসম্ভব ৷
গোপন সূত্রে সরকার ও রিজার্ভ ব্যাঙ্কের কাছে খবর ছিল, পাকিস্তানের পেশোয়ারে একটি বিশেষ প্রেস তৈরি করা হয়েছে ৷ সেখানে কেবল জাল ভারতীয় নোট ছাপা হয়ে থাকে ৷ এখানে বেশিরভাগ ৫০০ ও ১০০০ টাকার জাল নোট ছাপা হয়ে থাকে ৷
advertisement
advertisement
ISI-এর মদতে এই প্রেসটিতে কাজ করা হয় ৷ দাউদ ইব্রাহিম, আন্তর্জাতিক অপরাধী সংগঠন , লস্কর-ই-তইবার সাহায্যে নকল নোটগুলি ভারতে পৌঁছে দিত ৷
রিজার্ভ ব্যাঙ্ক ও সরকারকে দেওয়া রিপোর্টে দাবি করা হয় যে পাকিস্তান কোনও ভুল ছাড়ায় নকস নোট ছাপাছে ৷ দিনে দিনে জাল ভারতীয় নোট বানাতে পটু হয়ে উঠেছে প্রতিবেশি দেশ পাকিস্তান ৷
advertisement
সূত্রের খবর, প্রতি বছর পাকিস্তান ৭০ কোটি জাল নোট ভারতে পাঠায় ৷ দেশে নাশকতা ছড়ানোর ব্যবহার হয়ে থাকে এই টাকা ৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী কিরণ রিজুজু জানিয়েছেন পাকিস্তানের জাল নোট তেরি করার কারখানাটি বন্ধ করার পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 10, 2016 2:57 PM IST