নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট জাল করতে পারবে না পাকিস্তান

Last Updated:

নতুন নোটের বিষয়ে বলা হচ্ছে যে নোটগুলি যতেষ্ট সুরক্ষিত ৷ কারণ এই নোটগুলি কপি করে জাল নোট বানানো প্রায় অসম্ভব ৷

#নয়াদিল্লি: বৃহস্পতিবার বাজারে এসে গিয়েছে নতুন নোট ৷ নতুন নোটের বিষয়ে বলা হচ্ছে যে নোটগুলি যতেষ্ট সুরক্ষিত ৷ কারণ এই নোটগুলি কপি করে জাল নোট বানানো প্রায় অসম্ভব ৷ সূত্রের খবর নতুন ৫০০ ও ২০০০ টাকার নোটের ক্ষেত্রে এতটাই সতর্কতা নেওয়া হয়েছে যে পাকিস্তানও নতুন নোটের জাল করতে পারবেন না ৷
একজন উচ্চপদস্থ সরকারি আধিকারিক জানিয়েছেন, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা RAW, ইনটেলিজ়েন্স ব্যুরো এবং ডিরেক্টরেট অফ রেভেনিউ ইনটেলিজেন্স গত ছ’মাস ধরে গোপনে নতুন নোটগুলি পরীক্ষা করেছে ৷ পরীক্ষা করার পর তারা জানিয়েছেন যে এই নোটগুলিকে সুরক্ষিত রাখার জন্য যে ফিতার্স ব্যবহার করা হয়েছে তা নকল করা প্রায় অসম্ভব ৷
গোপন সূত্রে সরকার ও রিজার্ভ ব্যাঙ্কের কাছে খবর ছিল,  পাকিস্তানের পেশোয়ারে একটি বিশেষ প্রেস তৈরি করা হয়েছে ৷ সেখানে কেবল জাল ভারতীয় নোট ছাপা হয়ে থাকে ৷ এখানে বেশিরভাগ ৫০০ ও ১০০০ টাকার জাল নোট ছাপা হয়ে থাকে ৷
advertisement
advertisement
ISI-এর মদতে এই প্রেসটিতে কাজ করা হয় ৷ দাউদ ইব্রাহিম, আন্তর্জাতিক অপরাধী সংগঠন , লস্কর-ই-তইবার সাহায্যে নকল নোটগুলি ভারতে পৌঁছে দিত ৷
রিজার্ভ ব্যাঙ্ক ও সরকারকে দেওয়া রিপোর্টে দাবি করা হয় যে পাকিস্তান কোনও ভুল ছাড়ায় নকস নোট ছাপাছে ৷ দিনে দিনে জাল ভারতীয় নোট বানাতে পটু হয়ে উঠেছে প্রতিবেশি দেশ পাকিস্তান ৷
advertisement
সূত্রের খবর, প্রতি বছর পাকিস্তান ৭০ কোটি জাল নোট ভারতে পাঠায় ৷ দেশে নাশকতা ছড়ানোর ব্যবহার হয়ে থাকে এই টাকা ৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী কিরণ রিজুজু জানিয়েছেন পাকিস্তানের জাল নোট তেরি করার কারখানাটি বন্ধ করার পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট জাল করতে পারবে না পাকিস্তান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement