ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান

Representative Image

Representative Image

ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান ৷ রবিবার রাতে জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার সেক্টরে ভারতীয় সেনাচৌকি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনারা ৷

  • Last Updated :
  • Share this:

    #শ্রীনগর: ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান ৷ রবিবার রাতে জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার সেক্টরে ভারতীয় সেনাচৌকি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনারা ৷

    রবিবার রাত ১০:৩০ নাগাদ গুলি বর্ষণ করতে থাকে পাক সেনা ৷ লাইট ওয়েপনস ও মিডিয়াম মেশিন গান ব্যবহার করে হামলা চালানো হয় ৷ পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারাও ৷ ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷

    চলতি মাসে এই নিয়ে একাধিকবার সীমান্তে হামলা চালিয়েছে পাকিস্তান ৷ মৃত্যু হয়েছে ৯ সেনাকর্মী-সহ ১১ জনের। আহত হয়েছেন ১৮ জন।

    প্রায় ২৩ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷ দু’বার অনুপ্রবেশের চেষ্টা করেছে ও একবার BAT অ্যাটাক করা হয় ৷

    First published:

    Tags: Bengali News, Ceasefire, Pakistan violates ceasefire, Resort to heavy firing along LoC in Rajouri