ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন, নওসেরায় মর্টার ও গুলিবর্ষণ পাক সেনার

Last Updated:

ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের ৷ রাজৌরি জেলার নওসেরায় মর্টার ও গুলিবর্ষণ পাক সেনার ৷

#শ্রীনগর: ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের ৷ রাজৌরি জেলার নওসেরায় মর্টার ও গুলিবর্ষণ পাক সেনার  ৷ সেনা সূত্রের খবর, সোমবার রাত ০৮.৩০ নাগাদ ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাকিস্তানি সেনা ৷ জবাবে ভারতীয় সেনাও গুলি চালায় ৷ শুরু হয় গুলির লড়াই ৷ রাত দেড়টা পর্যন্ত দু’পক্ষের মধ্যে চলে গুলি লড়াই ৷ ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷
সেনা আধিকারিক জানিয়েছেন, সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে এই নিয়ে ২৯ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান ৷
এর আগে রবিবার কাশ্মীরের রাজৌরি সেক্টরে ভারত-পাক সীমান্তে গুলি চালায় পাকিস্তানি ট্রুপ। গুলিতে মৃত্যু হয় এক জওয়ানের।
advertisement
এর আগে চলতি মাসের ৪ তারিখই নওসেরা সেক্টরে গুলি বর্ষণ করে পাক সেনা ৷ পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনীও। যদিও, কেউ হতাহত হয়নি। মনে করা হচ্ছে, সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিতেই জঙ্গি অনুপ্রবেশ ঘটাতে চাইছে পাকিস্তান। তাই সংঘর্ষ বিরতি ভেঙে বারবার এমন হামলা চালানো হচ্ছে। এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে।
advertisement
গত মাসের ২৮ তারিখ নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানে সার্জিক্যাল অ্যাটাক চালায় ভারত ৷ গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি, লঞ্চ প্যাড ৷ ভারতীয় সেনার হাতে নিকেশ বহু জঙ্গি ৷  এরপর থেকেই সীমান্তের ওপার থেকে হামলার ঘটনা বেড়েই চলেছে।
পাক জঙ্গিদের সাম্প্রতিক গতিবিধিতে রুখতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণরেখায়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন, নওসেরায় মর্টার ও গুলিবর্ষণ পাক সেনার
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement