#জম্মু: সার্ক মঞ্চে এক ঘরে হয়ে মেজাজ হারাচ্ছে পাকিস্তান ৷ পরমাণু হুমকির পর ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান ৷ সীমান্তে ফের ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালাল পাকিস্তান ৷ বুধবার সন্ধেয় জম্মুর পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর টহলরত ভারতীয় সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে পাক সেনারা ৷
পাকিস্তানের গুলিবর্ষণের পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী ৷ এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক ৷
চলতি মাসে এই নিয়ে তিনবার সংঘর্ষ বিরতি ভেঙেছে পাকিস্তান ৷ এর আগে উরি হামলার দু’দিন পর গত ২০ সেপ্টেম্বরও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনা ছাউনি ও জওয়ানদের লক্ষ্য করে গুলি ছোড়ে পাকিস্তান ৷ তার আগে গত ৬ সেপ্টেম্বর পুঞ্চে LoC বরাবর মর্টার হামলা চালায় পাক সেনা ৷ ২ সেপ্টেম্বরও আখনুর সেক্টরে ভারতীয় সেনা ঘাঁটিকে টার্গেট করে গুলি ছোড়ে পাক বাহিনী ৷