#নয়াদিল্লি: জম্মু-কাশ্মীর নিয়ে দায়িত্বজ্ঞানহীনের মত মন্তব্য করেছে পাকিস্তান, সাংবাদিক বিবৃতিতে জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার । জম্মু-কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জকে লেখা পাকিস্তানের চিঠিকে যেখানে রাহুল গান্ধি ও মনোহর লাল খট্টরের নাম নিয়ে বিতর্কের সূত্রপাত সেই মন্তব্যকে অপ্রয়োজনীয় বলে আখ্যা দিয়েছে বিদেশমন্ত্রক ।
Raveesh Kumar, MEA: It is important for them (Pakistan) to now start behaving like a normal neighbour. What do normal neighbours do? You don't push terrorists into a neighbouring country. You do normal talk, normal trade.This is not something which is happening from Pakistan. pic.twitter.com/kx9SXLCteq
— ANI (@ANI) August 29, 2019
'পাকিস্তানের এহেন মন্তব্য ও ট্যুইট অত্যন্ত নিন্দনীয় । কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় ও তা নিয়ে পাকিস্তানের এই অবিবেচকের মত মন্তব্য অপ্রয়োজনীয়', বিবৃতিতে জানিয়েছে কেন্দ্র । পাশাপাশি গুজরাত উপকূলে জঙ্গি হামলার আশঙ্কা, পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের প্রসঙ্গে কুমার জানিয়েছেন পাকিস্তানের উচিৎ একটি স্বাভাবিক প্রতিবেশী রাষ্ট্রের মত আচরণ করা, সন্ত্রাসবাদীদের মদত দেওয়া নয় । একটি সুস্থ প্রতিবেশী রাষ্ট্রের মত কূটনৈতিক ও বাণিজ্যিক আলোচনা করা কিন্তু তা করছে না ইসলামাবাদ । বরং অন্য দেশে সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে পাক, জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kashmir Issue, Ministry of External Affairs, Raveesh Kumar