হোম /খবর /দেশ /
স্বাভাবিক প্রতিবেশী রাষ্ট্রের মত ব্যবহার করুক পাকিস্তান : বিদেশমন্ত্রক

সন্ত্রাসবাদীদের মদত না দিয়ে স্বাভাবিক প্রতিবেশী রাষ্ট্রের মত ব্যবহার করুক পাকিস্তান : বিদেশমন্ত্রক

একটি সুস্থ প্রতিবেশী রাষ্ট্রের মত কূটনৈতিক ও বাণিজ্যিক আলোচনা করা কিন্তু তা করছে না ইসলামাবাদ । বরং অন্য দেশে সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে পাক, জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: জম্মু-কাশ্মীর নিয়ে দায়িত্বজ্ঞানহীনের মত মন্তব্য করেছে পাকিস্তান, সাংবাদিক বিবৃতিতে জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার । জম্মু-কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জকে লেখা পাকিস্তানের চিঠিকে যেখানে রাহুল গান্ধি ও মনোহর লাল খট্টরের নাম নিয়ে বিতর্কের সূত্রপাত সেই মন্তব্যকে অপ্রয়োজনীয় বলে আখ্যা দিয়েছে বিদেশমন্ত্রক ।

    'পাকিস্তানের এহেন মন্তব্য ও ট্যুইট অত্যন্ত নিন্দনীয় । কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় ও তা নিয়ে পাকিস্তানের এই অবিবেচকের মত মন্তব্য অপ্রয়োজনীয়', বিবৃতিতে জানিয়েছে কেন্দ্র । পাশাপাশি গুজরাত উপকূলে জঙ্গি হামলার আশঙ্কা, পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের প্রসঙ্গে কুমার জানিয়েছেন পাকিস্তানের উচিৎ একটি স্বাভাবিক প্রতিবেশী রাষ্ট্রের মত আচরণ করা, সন্ত্রাসবাদীদের মদত দেওয়া নয় । একটি সুস্থ প্রতিবেশী রাষ্ট্রের মত কূটনৈতিক ও বাণিজ্যিক আলোচনা করা কিন্তু তা করছে না ইসলামাবাদ । বরং অন্য দেশে সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে পাক, জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র ।

    First published:

    Tags: Kashmir Issue, Ministry of External Affairs, Raveesh Kumar