ইসলামাবাদ: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ককে ত্রাণ পাঠাচ্ছে বিভিন্ন দেশ৷ অর্থনৈতিক সমস্যায় বিপর্যস্ত পাকিস্তানও তুরস্কের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে৷ পাকিস্তান থেকে তুরস্ক পৌঁছেছে বাক্স বন্দি ত্রাণ সামগ্রী৷
নিজেদের তীব্র আর্থিক সমস্যার মধ্যেও পাকিস্তানের এ হেন মানবিক পদক্ষেপে আপ্লুত হয়েছিলেন তুরস্কের সরকারি আধিকারিকরা৷ কিন্তু সেই ত্রাণ সামগ্রীর বাক্স খুলতেই তাঁদের ভিরংমি খাওয়ার অবস্থা৷ কারণ তুরস্কের আধিকারিকরা আবিষ্কার করলেন, এক বছর আগে পাকিস্তানে ভয়াবহ বন্যার সময় তারা যে ত্রাণ পাঠিয়েছিলেন, সেসবই এবার বাক্সবন্দি করে তুরস্ককে ফেরত পাঠিয়ে দিয়েছে ইসলামাবাদ!
আরও পড়ুন: মর্মান্তিক! পরিণতি সেই মৃত্যুই, সিরিয়া ভূমিকম্পে প্রাণ বাঁচিয়ে নতুন বাড়িতে পা রেখেই সব শেষ!
আসলে ত্রাণ সামগ্রী ভর্তি বাক্সের বাইরের লেখা বদলে দিয়েছিলেন পাকিস্তানের আধিকারিকরা৷ কিন্তু ভিতরে থাকা ত্রাণ সামগ্রী যে সমস্ত ছোট ছোট বাক্সে ছিল, সেগুলি বদল করতে ভুলে গিয়েছিলেন তাঁরা৷ তাতেই পাকিস্তানের এই কারসাজি ধরা পড়ে গিয়েছে৷
পাকিস্তানের এই নতুন কীর্তি সামনে আসতেই নেট মাধ্যমে হাসির রোল উঠেছে৷ এমন কি, পাকিস্তানের একটি নিউজ চ্যানেলের অংশও ভাইরাল হয়েছে৷ সেই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, এমন লজ্জাজনক ঘটনার নিন্দা করা হচ্ছে পাকিস্তানের সংবাদমাধ্যমেও৷ ইন্টারনেটে মজা করে অনেকেই বলছেন, এ যেন দিওয়ালিতে এক বাড়ি থেকে পাওয়া মিস্টির বাক্স নতুন করে প্যাকিং করে অন্য বাড়িতে উপহার দিয়ে দেওয়ার মতো কাণ্ড!
আরও পড়ুন: নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এক-একটা শহর, মিলিয়ে গিয়েছে বাড়ি! কেন বারংবার কেঁপে ওঠে তুরস্ক?
পাকিস্তানের ওই নিউজ চ্যানেলের ভিডিও থেকেই জানা গিয়েছে, তুরস্কের দূতাবাসের পক্ষ থেকেই বিষয়টি পাকিস্তানের বিদেশমন্ত্রকের নজরে আনা হয়েছে৷
এই পরিস্থিতির মধ্যে অবশ্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাদ শরিফ তুরস্ক সফরে গিয়েছেন৷ শুক্রবার তুরস্ক পৌঁছন তিনি৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি তুরস্কে ভূমিকম্পের দু' দিন পরই সেদেশে যেতে চেয়েছিলেন৷ কিন্তু যেহেতু তুরস্ক সরকার উদ্ধারকাজ নিয়ে ব্যস্ত ছিল, তাই তাঁদের সফর পিছিয়ে দিতে অনুরোধ করা হয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pakistan, Turkey, Turkey Syria Earthquake