Syrian family Death: মর্মান্তিক! পরিণতি সেই মৃত্যুই, সিরিয়া ভূমিকম্পে প্রাণ বাঁচিয়ে নতুন বাড়িতে পা রেখেই সব শেষ!
- Published by:Teesta Barman
Last Updated:
Syrian family Death: আধিকারিক এবং চিকিৎসকরা জানিয়েছেন, তুরস্কে ৩৮,০৪৪ জন এবং সিরিয়ায় ৩,৬৮৮ জন ভূমিকম্পে প্রাণ হারিয়েছে। মোট সংখ্যা ৪১,৭৩২। এখনও চলছে উদ্ধারের কাজ।
কোনিয়া: চলতি মাসের শুরুতে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরী হয়ে উঠেছে তুরস্ক এবং সিরিয়ার বিভিন্ন অংশ। রিখটার স্কেলে ৭.৮ কম্পাঙ্কে কেঁপে ওঠে তুরস্ক-সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল। কিন্তু সেই দুর্যোগে প্রাণ বেঁচে গিয়েছিল সিরিয়ার এক পরিবার। মা, বাবা এবং ৫ সন্তান। চার থেকে ১৩ বছরের মধ্যে বয়স সেই শিশুদের। দুর্যোগের ঝড় এড়িয়েছে সেই সাত জনই।
কিন্তু ললাট লিখন কে টলাতে পারে! ভয়ানক ভূমিকম্পে প্রাণ বাঁচাতে পারলেও মৃত্যু তাঁদের মধ্যে ৬ জনের। নতুন বাড়িতে পা রাখতেই বিপদ! বাড়িতে আগুন লেগে প্রাণ হারালেন পরিবারের প্রায় সকলে। কেবল একটি কন্যাশিশুকে জানলা দিয়ে বার করে বাঁচানো গিয়েছে।
advertisement
advertisement
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভূমিকম্পের পর সেই পরিবারের সাত জনই দক্ষিণ-পূর্ব তুরস্কের শহর নুরদাগি থেকে কোনিয়ার কেন্দ্রীয় অঞ্চলে নতুন বাড়িতে ওঠে। তাঁদের পুরনো বাড়ি ভেঙে গিয়েছে ভূকম্পনে।
আরও পড়ুন: ডাচ ভূতত্ত্ববিদ ফ্রাঙ্ক হুগারবিটসের দেওয়া ভূমিকম্পের পূর্বাভাস সত্যি হল তুরস্ক, সিরিয়ার ক্ষেত্রে
স্থানীয় বাসিন্দা মুহসিন কাকির স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমরা আগুন দেখেছি কিন্তু আমরা কিছুই করতে পারিনি। জানলা দিয়ে কেবল একটি বাচ্চা মেয়েকে উদ্ধার করা হয়েছে।’’
advertisement
আধিকারিক এবং চিকিৎসকরা জানিয়েছেন, তুরস্কে ৩৮,০৪৪ জন এবং সিরিয়ায় ৩,৬৮৮ জন ভূমিকম্পে প্রাণ হারিয়েছে। মোট সংখ্যা ৪১,৭৩২। এখনও চলছে উদ্ধারের কাজ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 18, 2023 2:26 PM IST