পাকিস্তানের গুলিবর্ষণ, মৃত ৫, আহত ৩০
Last Updated:
ইন্দো-পাক সীমান্তে অহরহ চলছে গুলিবর্ষণ ৷ দুই দেশের সীমান্তের পরিস্থিতি বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে রয়েছে ৷ জম্মু-কাশ্মীরের একাধিক সেক্টরে দফায় দফায় চলছে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন ৷
#ইসলামাবাদ: ইন্দো-পাক সীমান্তে অহরহ চলছে গুলিবর্ষণ ৷ দুই দেশের সীমান্তের পরিস্থিতি বারুদের স্তুপের উপর দাঁড়িয়ে রয়েছে ৷ জম্মু-কাশ্মীরের একাধিক সেক্টরে দফায় দফায় চলছে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন ৷ সংঘর্ষবিরতির জেরে এখনও অবধি পাঁচজন স্থানীয় বাসিন্দার মৃত্যুর খবর মিলেছে ৷ এছাড়াও ৩০ জনের গুরুতর মৃত্যুর খবর মিলেছে ৷ আহতদের মধ্যে রয়েছেন ৩ জন বিএসএফ জওয়ানও ৷ আহত জওয়ানেরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ৷
রমজান মাসে উপত্য়কায় জঙ্গিদমন অভিযানে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্র ৷ কিন্তু সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়েই চলছে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন ৷ বুধবার সকাল থেকেই উপত্যকার আরাসপুরা, সাম্বা, রামগড়, হীরানগর, আর্নিয়াসহ একাধিক সেক্টরে হামলা চালায় পাকিস্তান ৷ আজ সকাল থেকেই সাম্বা সেক্টরে লাগাতার হেভি শেলিং চালায় পাক সেনা ৷ পুলিশ স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়েছে ৷ পাক হামলার যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাও ৷
advertisement
রমজান মাসে জম্মু-কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র ৷ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যাতে শান্তিতে রমজান মাসের সমস্ত আচার মানতে পারেন ৷ সেই কারণেই এহেন পদক্ষেপ নেওয়া হয়েছিল ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 23, 2018 3:38 PM IST