• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনে উত্তপ্ত ভারত-পাক সীমান্ত, গুলির লড়াইয়ে শহিদ ১ জওয়ান

সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনে উত্তপ্ত ভারত-পাক সীমান্ত, গুলির লড়াইয়ে শহিদ ১ জওয়ান

Image for Representation.

Image for Representation.

রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে শনিবার সকালে গোলাগুলি চালায় পাকিস্তানি সেনারা। পাকিস্তানের গুলিতে শহিদ হয়েছেন এক ভারতীয় সেনা

 • Share this:

  #নয়াদিল্লি: ফের সংঘর্ষচুক্তি লঙঘন হামলায় উত্তপ্ত ভারত-পাক সীমান্ত । জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে শনিবার সকালে গোলাগুলি চালায় পাকিস্তানি সেনারা। পাকিস্তানের গুলিতে শহিদ হয়েছেন এক ভারতীয় সেনা। এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ হামলা চালায় পাকিস্তান। জানা গিয়েছে, ছোট আগ্নেয়াস্ত্র এবং শেলিং মর্টার দিয়ে ফায়ারিং শুরু করে পাক বাহিনী। পাকিস্তানের গোলাগুলির উত্তর দেয় ভারতও। আচমকা হামলায় ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান শহিদ হয়েছেন বলে সেনা।

  শহিদ জওয়ানের নাম লেন্স নায়ক সন্দীপ থাপা। সীমান্তে এখনও গুলির লড়াই চলছেবলে জানা গিয়েছে। এর আগে, ৭৩ তম স্বাধীনতা দিবসের সন্ধ্যাতেই সীমান্তে হামলা চালায় পাক সেনা । পাল্টা আঘাত ফিরিয়ে দেয় ভারতীয় সেনা ।

  First published: