#গোয়ালিয়র: বালাককোট এয়ারস্ট্রাইকের পর থেকে ভারতের আকাশসীমা লঙ্ঘন করার সাহস দেখাতে পারেনি পাকিস্তান,এমনই জানিয়েছেন এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া । বালাকোট এয়ারস্ট্রাইকের সময় ভারতীয় সেনা পাক-জঙ্গিঘাঁটি আক্রমণ করেছিল কিন্তু পাল্টা আক্রমণ করতে ব্যর্থ হয় পাক-সেনা, জানিয়েছেন ধানোয়া ।
কার্গিল যুদ্ধের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানে ধানোয়া স্পষ্ট জানিয়েছেন পাকিস্তান নিজেদের আকাশপথ বন্ধ রাখলেও সেই কারণে নয়াদিল্লি প্রভাবিত হয় না।
#WATCH BS Dhanoa, Indian Air Chief Marshal says,"On Balakot let me tell you, Pakistan didn't come into our airspace. Our objective was to strike terror camps & their's was to target our army bases. We achieved our military objective. None of them crossed the Line of Control." pic.twitter.com/l5pt3xFcqa
— ANI (@ANI) June 24, 2019
পুলওয়ামার সেনা কনভয়ে জঈশ আত্মঘাতী হামলার পরই পাকিস্তানের মাটিতে জঈশ জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা । ঘটনাক্রমে নিজেদের আকাশসীমাও বন্ধ রেখেছে ইসলামাবাদ ।