পুঞ্চে ভারতীয় সেনাদের লক্ষ করে গুলি
Last Updated:
শনিবার রাত থেকে পুঞ্চে ভারতীয় সেনাদের লক্ষ করে গুলি চালায় পাক সেনারা ৷ ভোররাতে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে হঠাৎই পাক শিবির থেকে ছুটে আসে গুলি- গোলা ৷
#শ্রীনগর: শনিবার রাত থেকে পুঞ্চে ভারতীয় সেনাদের লক্ষ করে গুলি চালায় পাক সেনারা ৷ ভোররাতে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরে হঠাৎই পাক শিবির থেকে ছুটে আসে গুলি- গোলা ৷ জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনা ৷ ভারতীয় সেনাধ্যক্ষ জানিয়েছেন, হামলায় কেউ হতাহত হননি ৷
এর আগে চলতি বছরের ১০ এপ্রিল পুঞ্চ সেক্টরে শেষবারের মতো যুদ্ধবিরতি ভেঙেছিল পাকিস্তান। এদিন পুঞ্চ সেক্টরে দুই জায়গায় কোনও প্ররোচনা ছাড়াই ভারতীয় সেনা চৌকি লক্ষ করে গুলি চালায় পাক সেনা ৷
চারমাসের বিরতির পর সীমান্ত পারে ফের চলল গুলি, আবারও গর্জাল পাক সেনার কামান ৷ ভোর তিনটে থেকে গ্রেনেড হামলা চালায় পাকিস্তান ৷ এর আগে গত বছর সেপ্টম্বর মাসে ১৮ তারিখ পুঞ্চ জেলার বালাখোটে সেক্টরে যুদ্ধবিরতি ভেঙেছিল পাকিস্তান ৷ গত একবছরের আন্তঃসীমান্ত গুলিবর্ষণে ১১ জনের মৃত্যু হয়েছে ৷ আঙতের সংখ্যা ৭১ ৷
advertisement
advertisement
প্রতিবেশীর আচরণের কড়া জবাব দিল নয়াদিল্লি। নজিরবিহীনভাবে, এই প্রথম ইসলামাবাদকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাই জানালেন না রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। পাকিস্তানের সত্তরতম স্বাধীনতা দিবসে ওয়াঘার দু’পারেই বজায় রইল উত্তেেজনা।বিতর্কের ঝড় তুলে খাস দিল্লিতে বসে পাকিস্তানের স্বাধীনতা দিবস জম্মু-কাশ্মীরকে উৎসর্গ করলেন পাক রাষ্ট্রদূত। পাল্টা পাকিস্তানকে ব্যঙ্গ ভারতের।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 14, 2016 6:06 PM IST