Pahalgam Attack: পাকিস্তানের প্রাক্তন ‘সেনা কমান্ডো’! পহেলগাঁও হামলার মূল চক্রী কে এই হাশিম মুসা? তদন্তে ফাঁস হল বিস্ফোরক তথ্য
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Pahalgam Attack: জম্মু-কাশ্মীরে নিরাপত্তাবাহিনী এবং কাশ্মীরি নন, এমন ব্যক্তিদের উপর হামলা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল মুসাকে।
কাশ্মীরের পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলায় নেতৃত্বে থাকা জঙ্গি হাশিম মুসা। অভিযোগ নিরীহ পর্যটকদের উপর হামলা চালানো এই সন্ত্রাসবাদী ছিলেন পাকিস্তানের স্পেশাল ফোর্সেসের প্যারা-কমান্ডো। সূত্রের খবর, অভিযুক্ত মুসা বর্তমানে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর ই তইবার সদস্য।
মিডিয়ায় প্রকাশিত একাধিক রিপোর্ট অনুযায়ী, জম্মু-কাশ্মীরে নিরাপত্তাবাহিনী এবং কাশ্মীরি নন, এমন ব্যক্তিদের উপর হামলা চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল মুসাকে। শুধু তাই নয়, গত বছর অক্টোবর গাগাঙ্গিরে গ্যান্ডারবালে ছয়জন অ-স্থানীয় এবং একজন ডাক্তারকে হত্যার পেছনেও ছিল এই অভিযুক্ত মুসা। কাশ্মীরের বারামুলায় হামলার সঙ্গেও যুক্ত ছিল মুসা। কাশ্মীরের ঘটনায় তদন্তকারীদের সন্দেহ পহেলগাঁও হামলার ব্লু-প্রিন্ট ছিল এই মুসার হাতেই।
advertisement
advertisement
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, প্যারা কমান্ডোর প্রশিক্ষণ থাকায় সেই সুযোগকে কাজে লাগিয়ে এই হামলা চালায় মুসা এবং তার সহ-জঙ্গিরা। তদন্তে আরও জানা গিয়েছে, কেবল লস্কর ই তইবা নয়, পাশাপাশি ISI-এর (Inter-Services Intelligence-পাকিস্তানের গোয়েন্দা সংস্থা) সঙ্গেও যুক্ত। (এই তথ্যগুলি News 18 বাংলা আলাদা করে যাচাই করে নি)
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 29, 2025 1:37 PM IST