Pahalgam terror attack: খেলছে শিশুরা, ছুটে এল গুলি! পহেলগাঁওয়ের নতুন ভিডিও প্রকাশ্যে! কী ভাবে হত্যালীলা চালায় জঙ্গিরা?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Pahalgam terror attack: পাহালগাম আক্রমণের দুটি নতুন ভিডিও প্রকাশিত হয়েছে। জঙ্গি হামলার দিন, ২২ এপ্রিল বৈসরনের মেদোতে কী কী ঘটেছে সেই ঘটনার ক্রম তুলে ধরেছে ওই ভিডিও।
পহেলগাঁওতে হামলার দুটি নতুন ভিডিও প্রকাশিত হয়েছে। জঙ্গি হামলার দিন, ২২ এপ্রিল বৈসরনের মেদোতে কী কী ঘটেছে সেই ঘটনার ক্রম তুলে ধরেছে। একটি ভিডিওতে, একজন সন্ত্রাসবাদীকে কাছ থেকে একজন মানুষকে গুলি করতে দেখা যায়, যা সেখানে উপস্থিত পর্যটকদের মধ্যে আতঙ্ক এবং ভয়ের সৃষ্টি করে। সন্ত্রাসীরা গুলি চালানো শুরু করার সঙ্গে সঙ্গে, পর্যটকরা প্রাণ বাঁচাতে চিৎকার করতে শুরু করে, যে যেখানে ছিলেন বিভিন্ন দিকে দৌড়াতে শুরু করেন।
#BreakingNews | CNN-News18 captures new videos of tourists taking the zipline in Pahalgam@Ieshan_W and @Arunima24 share more details#PahalgamTerroristAttack #JammuAndKashmir | @kritsween pic.twitter.com/M4GVcGD2by
— News18 (@CNNnews18) April 29, 2025
advertisement
advertisement
অন্য একটি ভিডিওতে দেখা গিয়েছে, দুটি গুলির শব্দ শোনা যায়। কাছেই শিশুরা trampoline-এ খেলছিল, সেখানেই সন্ত্রাসবাদীরা একজনকে গুলি করেছিল। ২২ এপ্রিল উপত্যকায় সবচেয়ে মারাত্মক সন্ত্রাসী হামলায় মৃত্যু হয়েছে ২৬ জনের, বেশিরভাগ পর্যটক। পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF) এই হামলার দায় স্বীকার করেছে।
advertisement
পাহালগাম সন্ত্রাসী হামলার বেশ কয়েকটি ভিডিও সামাজিক মিডিয়ায় ঘুরছে। সোমবার, একটি নতুন ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে একজন মানুষ তার বৈসরনের মেদোতে জিপলাইন রাইড রেকর্ড করছেন যখন কিছু পর্যটককে মাটিতে দৌড়াতে দেখা যায়, সম্ভবত সন্ত্রাসীদের থেকে। সেই সময়ে আক্রমণ সম্পর্কে সম্ভবত অজ্ঞাত, মানুষটি একটি উল্লেখযোগ্য উচ্চতায় ছিল। পটভূমিতে গুলির শব্দ শোনা যায়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 29, 2025 8:39 PM IST