Pahalgham Terror Attack: সেনার ভিতরেই পাক গুপ্তচর! হামলার ৬ দিন আগে পর্যন্ত পহেলগাঁওতেই ছিল, গ্রেফতার CRPF জওয়ান
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
২২ এপ্রিলের পহেলগাঁও হামলার পর থেকে গত দুই সপ্তাহে পঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ থেকে ১৫ জনেরও বেশি লোককে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করেছে ভারতের প্রশাসন। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে যে, পাকিস্তান-সমর্থিত গুপ্তচর নেটওয়ার্ক উত্তর ভারতে ভীষণভাবেই সক্রিয়।
নয়াদিল্লি: পহেলগাঁও জঙ্গি হামলার তদন্তে এবার ভয়ঙ্কর তথ্য সামনে৷ ভারতীয় সেনার ভিতরেই লুকিয়ে ছিল গুপ্তচর৷ পাকিস্তান ইন্টেলিজেন্স অফিসারদের (PIOs) সাথে সংবেদনশীল তথ্য শেয়ার করার অভিযোগে গ্রেফতার হল এক CRPF জওয়ান৷ ওই জওয়ান জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পোস্টেড ছিলেন বলেও জানা গিয়েছে৷ এখানেই শেষ নয়, হামলার ছ’দিন আগেই পহেলগাঁও থেকে তাঁর ট্রান্সফার হয়েছিল বলে জানা গিয়েছে৷ গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিদের গুলিতে মারা গিয়েছিলেন ২৬ পর্যটক।
মতি রাম জাট নামের ওই CRPF জওয়ানকে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) গ্রেফতার করেছে৷ জানা গিয়েছে, ২০২৩ সাল থেকে ওই জওয়ান PIOs এর সাথে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত গোপন তথ্য শেয়ার করত।
advertisement
CNN-News18 সূত্র মারফত জানতে পেরেছে যে, মতি রাম জাট, CRPF এর ১১৬তম ব্যাটালিয়নে সহকারী সাব-ইন্সপেক্টর (ASI) হিসাবে কর্মরত ছিলেন৷ ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলার ছয় দিন আগে পহেলগাঁওয়ে থেকে তাঁকে অন্যত্র বদলি করা হয়।
advertisement
NIA জানিয়েছে যে, মতিরাম জাট বিভিন্ন চ্যানেলের মাধ্যমে পাকিস্তানি কর্মকর্তাদের কাছ থেকে টাকা পাচ্ছিলেন।পাটিয়ালা হাউস বিশেষ আদালত ওই CRPF জওয়ানকে ৬ জুন পর্যন্ত NIA হেফাজতে পাঠিয়েছে।
২২ এপ্রিলের পহেলগাঁও হামলার পর থেকে গত দুই সপ্তাহে পঞ্জাব, হরিয়ানা এবং উত্তর প্রদেশ থেকে ১৫ জনেরও বেশি লোককে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করেছে ভারতের প্রশাসন। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে যে, পাকিস্তান-সমর্থিত গুপ্তচর নেটওয়ার্ক উত্তর ভারতে ভীষণভাবেই সক্রিয়।
advertisement
গ্রেফতার হওয়া ১৫ জনের মধ্যে মধ্যে দু’জন মহিলা৷ তার মধ্যে হরিয়ানার বাসিন্দা জ্যোতি মলহোত্রা, যার ৩.৭৭ লাখ YouTube সাবস্ক্রাইবার এবং ১.৩৩ লাখ Instagram ফলোয়ার রয়েছে, এবং পাঞ্জাবের ৩১ বছর বয়সি গুজালা।
advertisement
উভয়েই পাকিস্তানি কর্মকর্তা এহসান-উর-রহিম, যিনি ড্যানিশ নামেও পরিচিত, এর সাথে যোগাযোগে ছিলেন, যিনি নয়াদিল্লির পাকিস্তান হাই কমিশনে পোস্টেড ছিলেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
May 26, 2025 10:58 PM IST